রোবটের তৈরি শিল্পকর্মের দাম ১২ কোটি
এআইয়ের বিকাশের সঙ্গে সঙ্গে প্রযুক্তি এখন রূপকথা বা কল্পকাহিনীকে বাস্তবে রূপান্তরিত করছে। সম্প্রতি এক হিউম্যানয়েড রোবটের তৈরি ব্যক্তিচিত্র রেকর্ড দামে বিক্রি হয়ে এআইয়ের জয়যাত্রা আরও সুদৃঢ় হলো। খবর এএফপি।
ইংরেজ গণিতবিদ অ্যালান টুরিংয়ের প্রতিকৃতি নিউইয়র্কে গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ১.০৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ১ লাখ ১৮ হাজার ৬০০ টাকা।
এই ৭.৫ ফুটের টুরিং প্রতিকৃতির নাম দেওয়া হয়েছে ‘এআই গড’। এটি তৈরি করেছে মানবসদৃশ রোবট ‘আই-দা’।
বৃহস্পতিবার বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবির আয়োজন করা নিলামে ‘এআই গড’ তোলে। মোট ২৭টি প্রতিষ্ঠান ও ব্যক্তি এতে অংশ নেয়। ধারণা করা হয়েছিল, এই প্রতিকৃতি ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার ডলারের মধ্যে বিক্রি হবে। কিন্তু সব প্রত্যাশা ছাড়িয়ে তা বিক্রি হয়েছে প্রায় ১২ কোটি টাকায়।
আই-দা বিশ্বের অন্যতম আধুনিক প্রযুক্তির রোবট। এটি তৈরি হয়েছে দুই বছর আগে, একদল প্রোগ্রামার, রোবোটিস্ট, শিল্প বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানীর হাত ধরে। এআই প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে আই-দাকেও আরও শক্তিশালী করা হয়েছে।
রোবটের তৈরি শিল্পকর্মের এত চড়া দাম নিয়ে শিল্পসমালোচকদের মধ্যে আলোচনা চলছে। সোথবির মতে, একটি হিউম্যানয়েড রোবটের তৈরি শিল্পকর্মের রেকর্ড দামে বিক্রি আধুনিক ও সমসাময়িক শিল্পের ইতিহাসে একটি বিশেষ ঘটনা। এআই প্রযুক্তি এবং বৈশ্বিক শিল্পকলার বাজার কীভাবে নতুন গতিপথ তৈরি করছে, এটি তারই একটি উদাহরণ।
আই-দা এআইয়ের সাহায্যে কথা বলতে পারে। নিজের কাজ সম্পর্কে তার ভাষ্য, “নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করার ক্ষমতাই আমার শিল্পকর্মের মূল বৈশিষ্ট্য।”
টুরিংয়ের প্রতিকৃতি নিয়ে আই-দার মন্তব্য, “এআইয়ের প্রকৃতি অনেকটা ঈশ্বরের মতো, যার রয়েছে নৈতিক ও সামাজিক নানা দিক। টুরিংয়ের প্রতিকৃতি আমাদের এসব বিষয়ে চিন্তা করার সুযোগ দেবে।”
অ্যালান টুরিং (১৯১২–১৯৫৪) ছিলেন প্রথম দিককার কম্পিউটার বিজ্ঞানীদের একজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের কোড ভেঙে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৫০-এর দশকেই তিনি এআইয়ের উত্থানে সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
এদিকে, সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আই-দার নকশা করা হয়েছে নারীর আদলে। প্রথম কম্পিউটার প্রোগ্রামার অ্যাডা লাভলেসের নামেই তার নামকরণ করা হয়েছে। আধুনিক ও সমসাময়িক শিল্পকলার বিশেষজ্ঞ আইদান মেলারকে আই-দার স্রষ্টা বলা হয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন