দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
প্রতারণা ঠেকাতে ২০ লাখ অ্যাকাউন্ট ডিলিট করলো মেটা
ছবিঃ এলএবাংলাটাইমস
মেটা সম্প্রতি সাইবার নিরাপত্তা জোরদার করতে ২০ লাখেরও বেশি অ্যাকাউন্ট ডিলিট করেছে। এসব অ্যাকাউন্ট ডিলিট করার কারণও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই সিদ্ধান্তের পিছনে মূল উদ্দেশ্য পিগ বুচারিং কেলেঙ্কারির মোকাবেলা করা। কেননা অনলাইনে প্রতারকরা নানাভাবে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
এই প্রতারণার ধরণে অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা হয়। তাদের আস্থা অর্জনের পর বিভিন্ন ফাঁদে ফেলে অর্থ চুরি করা হয়।
মেটা জানিয়েছে, ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী অন্তত ৩ লাখ মানুষ এই প্রতারণার শিকার হয়ে ৬৪ বিলিয়ন ডলার হারিয়েছে। তদন্তে জানা যায়, কম্বোডিয়া, লাওস, ও মিয়ানমারে একটি বিশাল চক্র এই অপরাধে লিপ্ত। আইনি সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় মেটা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মেটা ভবিষ্যতে এই ধরনের সাইবার অপরাধ ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্ল্যাটফর্মে নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন