আপডেট :

        সংকট মোকাবিলায় সেনাসদস্যদের তত্ত্বাবধানে—নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বৃদ্ধি পেয়েছে দুই মাস

        রাজধানীতে দুর্ঘটনায় প্রাণ গেল ৩২ বছরের প্রকৌশলীর, তদন্ত শুরু

        ভেরিফিকেশনে বড় সংস্কার: শিক্ষক নিয়োগে সময় ও ঝামেলা কমানোর উদ্যোগ

        ক্ল্যাশের জের, শিক্ষার্থীদের আন্দোলনে মিটফোর্ড হাসপাতাল বন্ধ ঘোষণা

        আশ্চর্য মূহুর্ত: মেহজাবীন প্যারিসের সেতুতে স্বামীর নামে প্রেম তালা

        সামাজিক নিরাপত্তার নতুন অধ্যায়: অভাব দূরীকরণে বসুন্ধরা গ্রুপের স্থায়ী উদ্যোগ

        “ভেবেছিলাম হারিয়ে গেছি…” – ফিরেই জেনেলিয়ার চোখে ভিন্ন চিত্র

        “ইইউ-মেক্সিকো ‘অন্যায়’ শুল্কের লক্ষ্য: ট্রাম্পের নতুন বাণিজ্য যুদ্ধ শুরু”

        একলা দুপুর, ভাঙা দেবী আর সেই অপার্থিব হাসির গল্প

        নির্বাচনী প্রতীক নিয়ে ইসিতে এনসিপির আলোচনার টেবিল

        পিএসজির সামনে চেলসি পরীক্ষা, রিয়াল-বায়ার্নের পর এবার কি তারাই?

        বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত

        হত্যা-গুমকে ‘গুণ’ আখ্যা, কামাল হোসেনকে ঘিরে বিতর্কিত মন্তব্য

        রেলস্টেশনে সিনেমার মতো দৃশ্য: স্ত্রীর খোঁজে গাড়ি চালিয়ে প্ল্যাটফরমে মদ্যপ যুবক

        কিনে ফেলেও ব্যবহার নয়: নিষেধাজ্ঞায় ঝুলে আছে পুলিশের হেলিকপ্টার প্রকল্প

        দাবি আদায়ে সড়কে সিএনজিচালকরা, বনানীতে তীব্র অবরোধ

        ‘গোপন তৎপরতা’ নিয়ে উদ্বেগ, প্রতিবাদে রাজপথে নামছে ছাত্রদল

        তুচ্ছ ঘটনায় ভয়াবহ পরিণতি: মাগুরায় স্ত্রীকে খুন করলেন স্বামী

        ফের মেসির জাদুতে মায়ামির দুরন্ত জয়, টানা পাঁচ ম্যাচে জোড়া গোল

        বিকাশ লেনদেনে বিরোধ, উত্তপ্ত পরিস্থিতি: গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ

মঙ্গলে মানব পাঠানোর পথে এগোচ্ছে স্পেসএক্স, তবে এখনও অনেক কাজ বাকি

মঙ্গলে মানব পাঠানোর পথে এগোচ্ছে স্পেসএক্স, তবে এখনও অনেক কাজ বাকি

ছবিঃ এলএবাংলাটাইমস

ইলন মাস্কের স্পেসএক্স মঙ্গলে মানব পাঠানোর লক্ষ্যে আরও একধাপ এগিয়েছে, তবে লক্ষ্যপূরণে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। সর্বশেষ দুটি পরীক্ষামূলক ফ্লাইট ধ্বংস হওয়ার পর, মঙ্গলবারের স্টারশিপ উৎক্ষেপণ সফলভাবে কক্ষপথে পৌঁছাতে সক্ষম হয়। তবে, কক্ষপথে প্রবেশের পরই একটি প্রপেল্যান্ট লিক দেখা দেয়, যার ফলে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘূর্ণায়মান হতে থাকে এবং মিশন কন্ট্রোল এটি পরিচালনা করতে ব্যর্থ হয়।

স্পেসএক্স জানায়, যানটি নিয়ন্ত্রণহীনভাবে বায়ুমণ্ডলে প্রবেশ করায় তাপ প্রতিরোধক ঢাল কাঙ্ক্ষিতভাবে কাজ করতে পারেনি। ফলে অধিকাংশ যানই পুড়ে যায় এবং কিছু অংশ ভারত মহাসাগরে পতিত হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে কোম্পানিটি একটি বৃহৎ এলাকা খালি করে।

স্পেসএক্স তাদের এক্সে দেওয়া বিবৃতিতে জানায়: "যেন উত্তেজনা কম ছিল না, স্টারশিপ আবারও 'র‌্যাপিড আনস্কেজুয়েলড ডিসঅ্যাসেম্বলি'র শিকার হয়েছে। তবে আমরা তথ্য বিশ্লেষণ করে আগামী ফ্লাইটের জন্য প্রস্তুতি নেব। এই ধরনের পরীক্ষায় সফলতা আসে শেখার মাধ্যমে, এবং আজকের ফ্লাইট আমাদের স্টারশিপকে আরও নির্ভরযোগ্য করে তুলতে সহায়তা করবে – কারণ আমাদের লক্ষ্য, মানুষের জীবন বহুপ্ল্যানেটারী করা।" দক্ষিণ টেক্সাসের স্টারবেস টেস্ট ফ্যাসিলিটি থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০টার পর ৩৩টি র‍্যাপ্টর ইঞ্জিন চালিত সুপার হেভি রকেটের উপর আরোহিত স্টারশিপ উৎক্ষেপণ করা হয়। প্রায় ৪০০ ফুট উচ্চতার এই স্টারশিপ ও বুস্টারকে স্পেসএক্স ‘এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে শক্তিশালী রকেট সিস্টেম’ হিসেবে উল্লেখ করেছে। ফ্যালকন ৯ আংশিক পুনঃব্যবহারযোগ্য হলেও, স্টারশিপকে সম্পূর্ণভাবে পুনঃব্যবহারযোগ্য করার লক্ষ্যে তৈরি করা হচ্ছে।

এই উৎক্ষেপণ স্পেসএক্সের ধাপে ধাপে উন্নয়নকৌশলের অংশ। প্রতিটি মিশনের অভিজ্ঞতা বিশ্লেষণ করে যানটির উন্নয়ন করা হয়। আগের ব্যর্থতার শিক্ষা নিয়ে এবার স্টারশিপের আপার স্টেজে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়।

স্পেসএক্স জানায়, আগের ফ্লাইটে এক ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে জ্বালানী মিশে অগ্নিসংযোগ ঘটে। যদিও স্বয়ংক্রিয়ভাবে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়নি, স্টারশিপ সম্ভবত স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হয়। জানুয়ারিতেও অনুরূপ একটি সমস্যা দেখা দেয়, যেখানে অতিরিক্ত কম্পনের ফলে প্রপেল্যান্ট লিক ও বিস্ফোরণ ঘটে।

উল্লেখযোগ্যভাবে, দুই ক্ষেত্রেই আপার স্টেজ ধ্বংস হয়, তবে ফার্স্ট স্টেজ বুস্টার সফলভাবে উৎক্ষেপণস্থলে ফিরে আসে এবং লঞ্চ টাওয়ারে যুক্ত বিশাল রোবটিক "চপস্টিকস"-এর সাহায্যে ধরা পড়ে।

স্পেসএক্স বলেছে, দুই ব্যর্থতাই একই সময়ের কাছাকাছি ঘটলেও সেগুলোর কারণ ভিন্ন ছিল এবং ভবিষ্যতের ফ্লাইটগুলোতে সেই শিক্ষাগুলো কাজে লাগানো হবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত