আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
যে কাজের জন্য যে ব্রাউজার: সঠিক পছন্দে বাড়বে কর্মদক্ষতা
অডিও, ভিডিও ও ছবির প্রয়োজনে এবং তা বিনিময়ে প্রতিদিন জিমেইল, গুগল ড্রাইভ বা ইউটিউব লাগবেই। সে ক্ষেত্রে ক্রোম ব্রাউজার দৈনন্দিন কাজের চাপ অনায়াসে কমিয়ে দেয়। ব্রাউজার অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করে।
সব ধরনের উন্মুক্ত ট্যাব বুকমার্ক করতে এতে রয়েছে বিশেষ কৌশল। ফলে সেশন পরিবর্তন করার সময় কিছুই হারিয়ে যায় না; বরং রেকর্ড থেকে যায়।
যদি গোপনীয়তাকে অগ্রাধিকার দেন, সূক্ষ্ম নিয়ন্ত্রণ আর এক্সটেনশনের প্রয়োজনে ফায়ারফক্স ভালো পরিষেবা দেবে।
বিশেষ করে এখন যেহেতু সরাসরি অ্যান্ড্রয়েডে প্রয়োজনীয় অ্যাড-অন ইনস্টল করা যায়। আর ব্রাউজার থেকে বের হয়ে যাওয়ার সময় ডেটা মুছে ফেলার সুযোগ রয়েছে।
যদি নির্দিষ্ট অনুসন্ধানের জন্য গোপনীয়তার প্রয়োজন হয়, তাতে ফায়ারফক্স হবে সহজ সমাধান। সুবিধার মধ্যে রয়েছে তাৎক্ষণিকভাবে মুছে ফেলা ও আক্রমণাত্মক ট্র্যাকার ব্লক করা। যদি ক্রোমের মতো অভিজ্ঞতা প্রয়োজন হয়, আবার বিজ্ঞাপন ব্লকিং ও পরিসংখ্যানের জন্য ব্রেভ ভালো অ্যাপ। ভিজ্যুয়াল কন্ট্রোল প্যানেল ও এক হাতের জন্য আরামদায়ক সুবিধা পাওয়া যাবে। ইকোসিস্টেম যদি উইন্ডোজ হয়, তাহলে এডজ ধারাবাহিকতা দেবে, অনুবাদের স্বচ্ছ ও দ্রুত প্রয়োজন পূরণ করবে মাইক্রোসফট ব্রাউজার।
অন্যদিকে, যদি ডাকডাকগো ব্রাউজার ব্যবহার করেন, তাতে কিছুটা বাড়তি স্বস্তি পাওয়া যাবে। প্রত্যাশা পূরণে ব্রাউজারটি দেবে ডেটা বার্ন করার সুযোগ।
সব মিলিয়ে যে ব্রাউজারই ব্যবহার করেন না কেন, নিয়মিত তা আপডেট করা হলে অনেক ধরনের সুবিধা এখন পাওয়া যায়।
শেয়ার করুন