ফেসবুকের নগ্নতার নীতিমালায় ঘায়েল নগ্ন চিত্রকর্ম
‘অযৌক্তিক সেন্সরশিপ’ হিসেবে ফেসবুককে অভিযুক্ত করা হয়েছে, কারণ তারা বিখ্যাত কিছু নগ্ন চিত্রকর্মের ছবি ফেসবুকে পোস্ট করতে দেয়নি।
খ্যাতনামা কয়েকজন চিত্রশিল্পীর আঁকা উনিশ শতকের নগ্ন নারী ও আদিম নগ্ন নারীর কিছু চিত্রকর্মের ছবি প্রকাশে বাঁধা দিয়েছে ফেসবুক।
একটি নিলাম প্রতিষ্ঠান চিত্রকর্মগুলো নিলামে তোলার আগে বিক্রয়ের প্রচারের জন্য ছবিগুলো ফেসবুকে পোস্ট করতে চেয়েছিল। কিন্তু ফেসবুকের বার্তায় জানানো হয় যে, এই পোস্ট তাদের বিজ্ঞাপনের নীতিমালাকে ভঙ্গ করেছে, ‘বিজ্ঞাপনে প্রাপ্তবয়স্কদের কোনো কনটেন্ট অন্তর্ভুক্ত হবে না।’
এ ঘটনায় নিলাম প্রতিষ্ঠানটির কর্মকর্তা টিম গুডম্যান, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গের প্রতি একটি চিঠি খোলা চিঠি লিখেছেন। এতে তিনি উল্লেখ করেছেন যে, ফেসবুকের ‘রোবট’ পর্নোগ্রাফি এবং শিল্পের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হয়েছে।
ফেসবুক সামাজিক সততার ওপর তার একচেটিয়া নগ্নতার নীতিমালা ব্যবহার করে বিদ্বেষপূর্ণ মান আরোপ করছে বলে লিখেছেন তিনি।
তিনি বলেন, ‘অত্যাধিক যৌনতাপূর্ণ ছবি, পর্নোগ্রাফি, সচেনতার জন্য নগ্নতা, নতুনত্বের জন্য নগ্নতা এবং শিল্পের মধ্যে নগ্নতার মধ্যে কোনো পার্থক্য করছে না ফেসবুক। সবগুলোকে একই কাতারে ফেলছে। সমস্যাটা এমন না যে আপনার রক্ষণশীল নীতিমালা রয়েছে, আপনি এমন একটা সিস্টেম তৈরি করেছেন যা প্রকৃত বিচারের অনুমতি দেয় না।’
গুডম্যান এর অস্ট্রেলিয়ান নিলাম প্রতিষ্ঠান ‘ফাইন আর্ট বারস’ অ্যান্ডি ওয়ারহোল এবং কিথ হারিং সহ বিভিন্ন প্রখ্যাত শিল্পীদের আঁকা নগ্ন এবং প্রেমমূলক চিত্রকর্ম, ভাস্কর্য এবং ছবি নিলামে বিক্রি করে থাকে।
গুডম্যান বলেন, ‘সেন্সরশিপ ইস্যুটির নৈতিক বিচার, মানবিক সংবেদনশীলতা ও জবাবদিহিতা প্রয়োজন। আমি বিশ্বাস করি, শিল্পের সঙ্গে পর্নোগ্রাফি গুলিয়ে ফেলার এ ধরনের ব্যর্থতা অনিবার্য যদি আপনি কর্মীদের প্রশিক্ষণের পরিবর্তে রোবটগুলোর মাধ্যমে অভিযোগ ও স্বতন্ত্র ঘটনাগুলো পরিচালনা অব্যাহত রাখেন।’
‘আপনি গত এক দশকের সবচেয়ে মূল্যবান ১০টি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি চালাচ্ছেন এবং নগ্নতা নিয়ে আপনার সম্পাদনা নীতিমালা কোনো সাধারণ অফিসের নগ্নতাবিষয়ক নীতিমালার বেশি আধুনিক নয়।’
তিনি বলেন, ‘আমরা ১৯ শতকের কিছু ফরাসি নগ্ন চিত্রকর্ম বিক্রির জন্য প্রচার করতে চেয়েছিলাম কিন্তু ফেসবুক ছবিগুলোতে নারী শরীরের উন্মুক্ত অংশগুলো সেন্সর করেছে এবং এটিতে আপত্তি জানিয়েছে।’
গুডম্যান জানান, তিনি বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষের কাছে পরিষ্কার বোঝানোর জন্য ইমেইল পাঠিয়েছিলেন কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতির উত্তর পেয়েছেন। স্বয়ংক্রিয় উত্তরে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নগ্নতা প্রকাশ করে এমন বিজ্ঞাপনগুলো আমরা অনুমোদন করি না, এমনকি তা প্রাকৃতিক যৌনতা না হলেও। শৈল্পিক বা শিক্ষাগত উদ্দেশ্যে নগ্নতাও এর অন্তর্ভুক্ত।’
এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি
News Desk
শেয়ার করুন