মালয়েশিয়া ‘জঙ্গি’ সন্দেহে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার; ঢাকা দিচ্ছে সহযোগিতার প্রতিশ্রুতি
ফ্লোরিডায় শপিং সেন্টারে বিস্ফোরণে আহত ২১
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি শপিং সেন্টারে বিস্ফোরণে অন্তত ২১ জন আহত হয়েছেন।
শনিবার দক্ষিণ ফ্লোরিডার প্লানটেশন সিটিতে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে এক রেস্তোরাঁ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। দমকল কর্মীরা প্রাথমিকভাবে গ্যাসের লাইন ফেটে বিস্ফোরণ হয়েছে জানালেও অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
টুইটারে প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে, প্রচণ্ড বিস্ফোরণের ধাক্কায় পাশের এল. এ. ফিটনেস জিমের বেশ কয়েকটি জানালা উড়ে গেছে।
এক সংবাদ সম্মেলনে নগরীর দমকল বাহিনীর উপপ্রধান জোয়েল গর্ডন জানিয়েছেন, বিস্ফোরণে আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
গর্ডন জানান, দমকল কর্মীরা ঘটনাস্থলে ফেটে যাওয়া একটি গ্যাস লাইন পেয়েছে। কিন্তু বিস্ফোরণটি ওই লাইন থেকেই ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
শেয়ার করুন