অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি
সাড়ে ৩ লাখ ভেনেজুয়েলাবাসীর আশ্রয় বাতিলের পক্ষে সুপ্রিম কোর্টের রায়
ছবিঃ এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ আদেশে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ৩,৫০,০০০ ভেনেজুয়েলাবাসীর জন্য থাকা অস্থায়ীভাবে বসবাস ও কাজের অনুমতি—Temporary Protected Status (TPS)—বাতিল করতে পারবে।
এই আদেশের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতের আগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, যা ভেনেজুয়েলাবাসীদের TPS স্ট্যাটাস সংরক্ষণের জন্য প্রয়োগে ছিল।
TPS এমন একটি কর্মসূচি যা যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য "অসাধারণ ও অস্থায়ী" সংকটের কারণে নিজের দেশে ফেরা অনিরাপদ এমন মানুষদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজ করার সুযোগ দেয়।
২০২১ সালে বাইডেন প্রশাসনের সময় প্রথমবারের মতো ভেনেজুয়েলাবাসীদের এই স্ট্যাটাস দেওয়া হয়। সেই সময়ে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেহান্দ্রো এন. মায়োরকাস বলেছিলেন, "ভেনেজুয়েলায় জটিল মানবিক সংকট, ক্ষুধা ও অপুষ্টি, সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি, দমন-পীড়ন এবং ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোর কারণে সে দেশে নিরাপদে ফেরা সম্ভব নয়।"
জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যমতে, ২০১৪ সাল থেকে শুরু হওয়া সংকটের পর প্রায় ৮ মিলিয়ন ভেনেজুয়েলাবাসী দেশ ছেড়েছেন। তাদের একটি বড় অংশ লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে থাকলেও, বহু মানুষ যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন।
ট্রাম্প প্রশাসন চায় ২০২৫ সালের এপ্রিলেই এই TPS স্ট্যাটাস এবং কর্ম-অনুমতি বাতিল করতে, যা মূলত ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। যুক্তরাষ্ট্র সরকারের আইনজীবীরা যুক্তি দেন, ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টের আদেশ প্রশাসনের অভিবাসন ও পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষমতার ওপর হস্তক্ষেপ।
TPS প্রাপক পক্ষের আইনজীবী আহিলান অরুলানানথাম বলেন, "এটি আধুনিক মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় পদক্ষেপ, যেখানে একসাথে এত বড় সংখ্যক অ-মার্কিন নাগরিককে অভিবাসন স্ট্যাটাস থেকে বঞ্চিত করা হলো।"
তিনি আরও বলেন, "দুই অনুচ্ছেদের একটি আদেশে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত এমন একটি মানবিক সিদ্ধান্ত অনুমোদন করল, কোনো ব্যাখ্যা ছাড়াই—যা সত্যিই বিস্ময়কর। এর তাৎক্ষণিক মানবিক ও অর্থনৈতিক প্রভাব পড়বে এবং তা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে।"
এই আদেশে শুধুমাত্র একজন বিচারপতির ভিন্নমত দেখা গেছে—জাস্টিস কেটানজি ব্রাউন জ্যাকসন।
আগামী আগস্টে, ট্রাম্প প্রশাসন আরও হাজার হাজার হাইতিয়ান নাগরিকের TPS স্ট্যাটাসও বাতিল করতে চলেছে বলে জানা গেছে।
এছাড়া, গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার অভিবাসীদের জন্য চালু থাকা মানবিক পারোল প্রোগ্রামও বাতিল করতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে।
তবে, সবকিছু তাদের অনুকূলে যাচ্ছে না। গত শুক্রবার সুপ্রিম কোর্ট ১৭৯৮ সালের Alien Enemies Act ব্যবহার করে অভিবাসীদের তাৎক্ষণিকভাবে তাড়ানোর ট্রাম্প প্রশাসনের উদ্যোগ আটকে দেয়। আদালত প্রশ্ন তোলে, এত পুরনো আইনের ভিত্তিতে ট্রাম্পের এই পদক্ষেপ কতটা আইনি।
এই রায় ট্রাম্প প্রশাসনের জন্য বড় একটি বিজয় হলেও, এর প্রভাব পড়বে হাজার হাজার ভেনেজুয়েলাবাসীর জীবনে—যারা আগামী বছর থেকে নিজ দেশে ফেরার মুখোমুখি হতে পারেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন