আপডেট :

        লস এঞ্জেলেসে ‘নো কিংস ডে’র প্রতিবাদে ১৪ জন গ্রেপ্তার

        হান্টিংটন বিচে গাড়িচাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু, দুইজন আহত

        বন্যা আগুন রোধে গৃহহীনদের গ্রেপ্তারের প্রস্তাব মালিবুর

        মাঝ আকাশে বিমানের কাঁচ ভাঙল, আহত পাইলট

        অরেঞ্জ কাউন্টিতে গুলিবিদ্ধ হয়ে তিন অপ্রাপ্তবয়স্কসহ চারজন হাসপাতালে

        অবৈধ মাদকসেবীদের অস্ত্র রাখায় নিষেধাজ্ঞা সংবিধানবিরোধী কি না—বিবেচনায় নিচ্ছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

        ক্যালিফোর্নিয়ায় মেরিন কর্পস উদযাপনের সময় আর্টিলারির ধাতব টুকরো হাইওয়েতে, ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের গাড়িতে আঘাত

        হামাস হামলায় যুক্ত থাকার অভিযোগে এক মার্কিন নাগরিক গ্রেফতার

        দুবাই থেকে আসা ইমিরেটস কার্গো বিমান হংকংয়ে সাগরে পড়ল, ২ নিহত

        জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ: স্কুল পাঠ্যক্রমে যুক্ত হবে 'জুলাই সনদ'

        নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ

        লস এঞ্জেলসের ‘No Kings’ প্রতিবাদে সমাবেশ ভাঙার নির্দেশ, অন্তত একজন গ্রেপ্তার

        ২০২৬ সালে বাড়ছে মেডিকেয়ার খরচ: ওপেন এনরলমেন্টে যেভাবে সাশ্রয় করা যায়

        প্রাপ্তবয়স্কদের জন্য যৌনবিষয়ক কনটেন্ট চালুর ঘোষণা দিল OpenAI

        রিভারসাইড কাউন্টির শেরিফ ডেপুটি গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার

        বারব্যাঙ্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১, বন্ধ ৫ ফ্রিওয়ের উত্তরমুখী লেন

        কলম্বিয়ার জলসীমায় মার্কিন হামলা: ‘খুনের অভিযোগ’ তুললেন প্রেসিডেন্ট পেত্রো

        গাজায় হামাসের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগে ইসরায়েলের বিমান হামলা

        যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে লাখো মানুষের অংশগ্রহণ

        ‘রাজা চাই না, গণতন্ত্র চাই’ স্লোগানে তোলপাড় যুক্তরাষ্ট্র

ফার্স্ট রিপাবলিক ব্যাংক মহা বিপাকে, নিয়ন্ত্রণ চলে যেতে পারে কর্তৃপক্ষের হাতে

ফার্স্ট রিপাবলিক ব্যাংক মহা বিপাকে, নিয়ন্ত্রণ চলে যেতে পারে কর্তৃপক্ষের হাতে

গত মার্চ মাসে তিন দিনের ব্যবধানে বন্ধ হয়ে গিয়েছিল সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) ও সিগনেচার ব্যাংক। তখন থেকেই সবার নজরে ছিল ফার্স্ট রিপাবলিক ব্যাংক। বার্তা সংস্থা রয়টার্স বিষয়টির সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির বরাতে জানিয়েছে, চলতি সপ্তাহান্তেই এই ব্যাংক যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) নিয়ন্ত্রণে চলে আসতে পারে। এ খবরে ব্যাংকটির শেয়ারদর কমেছে।

বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে ফার্স্ট রিপাবলিক ব্যাংকের আমানত ১০ হাজার কোটি ডলারের বেশি কমেছে। তখন থেকেই কার্যত বিষয়টি ছিল সময়ের অপেক্ষা, এফডিআইসি কবে এই ব্যাংকের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে।

রয়টার্সের সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো মনে করছে, বিপাকে পড়া ফার্স্ট রিপাবলিকের অবস্থানের আরও অবনতি হয়েছে। ফলে বেসরকারি খাতের মাধ্যমে এই ব্যাংকটি আর পুনরুদ্ধার করা যাবে না। সে জন্য আবারও এক সপ্তাহান্তে সক্রিয় হয়ে উঠেছে এফডিআইসি। তারা সাধারণত সপ্তাহান্তেই এ ধরনের সিদ্ধান্ত নেয়, যাতে বাজারের ওপর তেমন একটা প্রভাব না পড়ে।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে রয়টার্স বলেছে, এফডিআইসির হাতে ফার্স্ট রিপাবলিকের নিয়ন্ত্রণ হাতে আসার পর জে পি মরগ্যান অ্যান্ড চেজ ও পিএনসি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস গ্রুপের মতো প্রতিষ্ঠান এই ব্যাংকটি কেনার জন্য মুখিয়ে আছে।

তবে রয়টার্স এ বিষয়ে পিএনসি, জে পি মরগ্যান ও ফার্স্ট রিপাবলিকের কাছে জানতে চাইলে তারা মন্তব্য করতে রাজি হয়নি। মন্তব্যের জন্য এফডিআইসির সঙ্গ যোগাযোগ করা হলে তারাও অনুরোধের প্রতি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

সপ্তাহের শেষ দিন গতকাল শুক্রবার লেনদেনের বর্ধিত সময়ে ফার্স্ট রিপাবলিকের শেয়ারের দাম ৪৩ শতাংশ কমেছে। তাতে গত এক সপ্তাহেই ফার্স্ট রিপাবলিক ব্যাংকের শেয়ারদর কমেছে ৭৫ শতাংশ, যার অর্ধেকেরও বেশি কমেছে শুক্রবার। ফলে ফার্স্ট রিপাবলিকের শেয়ারদর রেকর্ড পরিমাণে কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৯৯ ডলার।

২০২১ সালের নভেম্বর মাসে ফার্স্ট রিপাবলিক ব্যাংকের বাজার মূলধন ছিল ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলার। এই টালামাটালের মধ্যে একসময় তা প্রায় ৫৬ কোটি ডলারে নেমে আসে।

ফার্স্ট রিপাবলিকের দুর্যোগের মধ্যে শুক্রবার আরও কয়েকটি আঞ্চলিক ব্যাংকের শেয়ারদরও কমেছে। প্যাকওয়েস্ট ব্যাংক করপোরেশনের শেয়ারদর কমেছে ২ শতাংশ, ওয়েস্টার্ন অ্যালায়েন্সের শেয়ারদর কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ।

এদিকে ফার্স্ট রিপাবলিককে কীভাবে বাঁচানো যায়, তার রূপরেখা তৈরি করতে এফডিআইসি, রাজস্ব বিভাগ ও ফেডারেল রিজার্ভ দেশটির আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেছে।

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের বড় বড় কয়েকটি ব্যাংক, যেমন ব্যাংক অব আমেরিকা করপোরেশন, সিটি গ্রুপ, জে পি মরগ্যান ও ওয়েলস ফারগো অ্যান্ড কোং সম্মিলিতভাবে ফার্স্ট রিপাবলিককে ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলার সহযোগিতা দিয়েছে।

কিন্তু ফার্স্ট রিপাবলিক তথাকথিত ‘ব্যাড ব্যাংক’ তৈরি করতে চেয়েছিল বা সিকিউরিটি ও মর্টগেজের মতো সম্পদ বিক্রি করতে চেয়েছিল, বড় ব্যাংকগুলো যাতে সাড়া দেয়নি।

গত মার্চ মাসে সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কী দুর্বলতা ছিল, তার বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়েছে শুক্রবার। ঠিক সেদিনই ফার্স্ট রিপাবলিক ব্যাংক নিয়ে এই খবর জানা গেল।

এদিকে সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকেরাও চান না, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বিপাকে পড়লে করদাতাদের অর্থে বেইল আউট করা হোক। এ ক্ষেত্রে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের মধ্যে একধরনের ঐকমত্য আছে।

জরিপে অংশগ্রহণকারী ৮৪ শতাংশ মানুষ মনে করেন, দায়িত্বজ্ঞানহীন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়ে ব্যাংক ধসে পড়লে করদাতাদের অর্থে তাদের বাঁচানো ঠিক নয়। তবে রিপাবলিকান সমর্থক ৪০ শতাংশ ও ডেমোক্র্যাট সমর্থক ৫৫ শতাংশ মানুষ বলেছেন, সরকার বেইল আউট করলে তাঁরা সমর্থন করবেন।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেনও একই কথা বলেছেন। তাঁর ভাষ্য, বিনিয়োগের মধ্যে ঝুঁকি সব সময়ই থাকে, বিনিয়োগকারীরা জেনেবুঝেই সেই ঝুঁকি নেন। লাভ হলে ভালো, না হলে খারাপ। এটাই পুঁজিবাদ। ফলে বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার অর্থ হয় না।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত