ব্যাংকের সরকারি পেজে অননুমোদিত প্রবেশ, ইসলামী ব্যাংকের ফেসবুক অ্যাকাউন্ট সংক্রান্ত উদ্বেগ
দেশের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকের পেজ থেকেই হ্যাকার গ্রুপ বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দেয়।
পেজটি ঘুরে দেখা যায়, নাম পরিবর্তন করা হয়নি। তবে প্রোফাইল ও কাভার ফটো বদলে হ্যাকার গ্রুপের ছবি ব্যবহার করা হয়েছে।
হ্যাকার গ্রুপ একটি পোস্টে লিখেছে, ‘পেজটি এমএস ৪৭০এক্স দ্বারা হ্যাকড করা হয়েছে।’ এর পর ধারাবাহিকভাবে আরও কয়েকটি পোস্ট দেওয়া হয় পেজটি থেকে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন