গাজা যুদ্ধ: ইইউ-এর ভূমিকা প্রকাশ্যে, দায়িত্ববিমুখতার নতুন অজুহাত উঠে আসছে
সিডনীতে মঞ্চ নাটক ‘রিফিউজি বিভ্রাট’
আসছে ২৩ ডিসেম্বর সিডনির ব্যাংকসটাউনস্থ ব্রায়ান ব্রাউন থিয়েটারে প্রবাসী নাট্যকার বেলাল হোসেন ঢালীর রচনা ও নির্দেশনায় নাটক “রিফিউজি বিভ্রাট” মঞ্চস্থ হবে।এই উপলক্ষ্যে সম্প্রতি বেলম্যূর ইয়ুথ ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। নাট্যকার বেলাল ঢালী জানান, “রিফিউজি বিভ্রাট” মুলত ইন্দোনেশিয়া থেকে ট্রলারে করে অস্ট্রেলিয়ায় আসা প্রবাসীদের সত্য ঘটনা অবলম্বনে রচিত জীবন যুদ্ধের গল্প।
নাটকটিতে সিডনীপ্রবাসী স্থানীয় কলাকুশলীরা অভিনয় করবেন। এছাড়া বাংলাদেশের মুলধারার অভিনয় শিল্পীদের উপস্থিতি ও রয়েছে। নাট্যপ্রেমী সুধীজনরাআশা করছেন, মঞ্চ নাটকটি সিডনিতে রিফিউজি হয়ে আসা মানুষদের প্রতি মানবতাবোধ জাগাতে বিশেষ ভূমিকা রাখবে।
এলএবাংলাটাইমস/ই/এলআরটি
কাজী সুলতানা শিমি, অস্ট্রেলিয়া
শেয়ার করুন