নিজের ক্যারিয়ারগ্রাফ নিয়ে খুশি সানি
আইটেম নম্বর দিয়ে বলিউডে জার্নি শুরু করেছিলেন সানি লিওন। তার আগে তার পর্ন ক্যারিয়ারের কথা সকলেই জানেন। ধীরে ধীরে ফিচার ফিল্মে জায়গা করে নেন তিনি। বহু বছর ধরে চলা ইন্ডাস্ট্রির বদ্ধমূল ধারণা ধীরে ধীরে ভাঙতে চেয়েছেন। কখনও সফল হয়েছেন। কখনও ব্যর্থতা এসেছে। কিন্তু লড়াইটা প্রথম থেকেই বেশ কঠিন ছিল বলে মনে করেন অভিনেত্রী।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সদ্য এক সাক্ষাত্কারে সানি বলেছেন, ‘আমাকে গাইড করার বেশি লোক ছিল না। আমি যেটা দেখেছি ইন্ডাস্ট্রিতে বহু জায়গায় ইয়েস ম্যাম, বলে যেতে হয়। প্রথমে সবাই বলে দারুণ সুযোগ পেয়েছ। তার পর কাজটা না হলে বলে, আগেই তো বলেছিলাম এটা করো না।’
তবে এখনও পর্যন্ত নিজের ক্যারিয়ারগ্রাফ নিয়ে খুশি সানি। শুধু বলিউড নয়, একই সঙ্গে দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন তিনি। পাশাপাশি রয়েছে নিজস্ব কসমেটিক্স ব্র্যান্ড। এসবের মধ্যেই তিন সন্তানকেও সময় দেন তিনি।
এলএবাংলাটাইমস/ই/এলআরটি
News Desk
শেয়ার করুন