নতুন চমক নিয়ে আসছেন এআর রহমান
অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত সঙ্গীত পরিচালক ভারতের এআর রহমান। নামটি শুনলেই শুধু ভারতবাসীর নয় বরং সারা বিশ্ববাসীর বুকে বাজতে থাকে নানা রকম পাগল করা সুর। কারণ তিনি এআর রহমান। যিনি যে গানেই হাত দেন তাই সোনা হয়ে যায়।
তবে এবার মিউজিক কম্পোস বা নিজের গলায় গাওয়া নয়, তিনি আসতে চলেছেন একেবারে নতুন ভূমিকায়।
হ্যাঁ তিনি এবার প্রযোজনায় মনযোগ দিতে চাইছেন। করতে চলেছেন নতুন ছবির প্রযোজনা। এখানেই শেষ নয়, গল্পও লিখেছেন তিনি।
তার প্রোডাকশন কোম্পানি ওয়াইএম মুভিস-এর পক্ষ থেকেই প্রযোজিত হবে এই ছবি। ছবির নাম '৯৯ সঙ্গস'। এটি একটি লাভস্টোরি।
ছবির শ্যুটিংও শেষ। এই বছরের জুনের ২১ তারিখে রিলিজ করবে এই ছবি। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় রিলিজ করবে এই ছবি। রহমান তার ছবি নিয়ে টুইটও করেন তিনি।
এলএবাংলাটাইমস/ই/এলআরটি
শেয়ার করুন