কারিনা আসছেন ‘উড়তা পাঞ্জাব’ নিয়ে !
দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে অভিনয়
করতে যাচ্ছেন জনপ্রিয় বলিউডঅভিনেত্রী কারিনা কাপুর। তবে বলিউডে নয়,পাঞ্জাবেরএকটি ছবির মাধ্যমে কাজ শুরু করেছেন তিনি।‘উড়তা পাঞ্জাব’ শিরোনামে ছবিটির শুটিং এরইমধ্যে শুরু হয়েছে।পাঞ্জাবি ছবির জনপ্রিয় নায়ক দিলজিৎ দোসাঞ্জেরসঙ্গে বেশ কিছু দৃশ্যে কাজও করেছেন তিনি। এই ছবিরনায়ক দিলজিৎ সম্প্রতি একটি ছবি টুইটকরে বলেন,’ধন্যবাদ ঈশ্বরকে এত বেশি আশীর্বাদেরজন্য। কারিনার সঙ্গে কাজ করার স্বপ্ন পূরণ হলো।’আর দিলজিৎ এর এই টুইট এর মাধ্যমেই কারিনারপাঞ্জাবি ছবিতে কাজ করার খবরটির সতত্যা মিলে।অবশ্য এর পর কারিনা তার ফ্যানপেজে বেশ কিছুছবি টুইট করেছেন। ছবিতে হাফ স্লিভ সোয়েটারেরসঙ্গে পামিয়ালা সালোয়ারে এক ছবি পোস্ট করেছেনতিনি।
শেয়ার করুন