চলচ্চিত্র ছাড়া না ছাড়া নিয়ে নতুন কি বললেন মাহি
অভিনেত্রী মাহিয়া মাহি
খবরটা মাস খানেক আগের। যুক্তরাষ্ট্রে বসে
চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি একফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, তিনি আরচলচ্চিত্রে অভিনয় করবেন না। হাতে থাকাঅগ্নি-২ ছবির কাজ শেষ করেই চলচ্চিত্র থেকেএকবারে বিদায় নেবেন। এমনিতেই ঢাকারচলচ্চিত্রে নায়িকাসংকট, তার মধ্যে মাহিরচলচ্চিত্র ছেড়ে যাওয়ার সংবাদটি নিয়েসেই সময় ঢালিউডে কম হইচই হয়নি!এবারের সংবাদটাও হঠাৎই। মাস পেরোতেই মতপাল্টে ফেলেছেন মাহি। হঠাৎ করেই জানালেন,চলচ্চিত্র ছাড়ছেন না তিনি। আবারও অভিনয়করবেন। ভারতের এসকে মুভিজ ও জাজমাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার ছবিপুলিশগিরিতে অভিনয় করবেন বলে জানিয়েছেনমাহি। তিনি এখন ইফতেখার চৌধুরীর অগ্নি-২-এর শুটিং করছেন থাইল্যান্ডে। সেখান থেকেমুঠোফোনে মাহি বললেন, ‘অভিনয় ছাড়ছি না।অগ্নি-২ শেষ করে পুলিশগিরিতে কাজ করব। জাজমাল্টিমিডিয়ার কথামতো কাজ করছি। তারাইআমাকে ছবিটিতে চূড়ান্ত করেছে।’তবে কী কারণে অভিনয় ছেড়ে দেওয়ারসিদ্ধান্ত হয়েছিল? এমন প্রশ্নের জবাবেমাহি বলেন, ‘ওই সময় বিশেষ কিছু কারণে মনটাখারাপ ছিল। হুট করেই অভিনয় ছাড়ারস্ট্যাটাস দিয়েছিলাম। এটা আমার ভুল ছিল।’ছবির পরিচালক সৈকত নাসির জানান, আগামী মেমাস থেকে পুলিশগিরি ছবির শুটিং শুরুর কথাআছে।
শেয়ার করুন