আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

        সেতু উন্নয়নকাজের জন্য রাতে ইউএস-১০১ ফ্রিওয়ে বন্ধ থাকবে

        ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলেসের ডাউনটাউন

        অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার শীর্ষ নেতাদের সমন জারি

        চতুর্থ সন্তানের মা হতে চলেছেন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স

        দক্ষিণ ক্যারোলাইনায় হামের সংক্রমণ বেড়েই চলেছে

        দুর্ঘটনায় ফার্মেসির ভেতরে ঢুকে পড়ল টেসলা, আহত ২

        ইন্ডিওর কাছে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ‘এটা বর্ণভিত্তিক প্রোফাইলিং’: অরেঞ্জ কাউন্টিতে ফেডারেল অভিবাসন অভিযানে আতঙ্ক

        গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক হুমকি বাস্তবায়নের অঙ্গীকার ট্রাম্পের, ইউরোপীয় ইউনিয়নের সতর্ক বার্তা

সুপার হিরো সালমানের পাঁচ বছরের কারাদণ্ড

সুপার হিরো সালমানের পাঁচ বছরের কারাদণ্ড

মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় দোষী সাব্যস্ত হওয়া ভারতীয় অভিনেতা সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে।
এর আগে বুধবার বেলা সাড়ে এগারোটায় ১৩ বছর ধরে চলতে থাকা মামলার চূড়ান্ত রায়ে সালমানকে দোষী সাব্যস্ত করে মুম্বাই আদালত। রায় শুনে কান্নায় ভেঙে পড়েন সালমানের দুই বোন অর্পিতা এবং আলভিরা।
সালমানের আইনজীবি এরপর এই অভিনেতার মানবসেবামূলক কাজ এবং শারীরিক অবস্থার কথা বিবেচনায় রেখে আদালতকে শাস্তি কমানোর আবেদন জানান। সালমান তার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা বিয়িং হিউম্যানের মাধ্যমে গরীব, অসহায় এবং দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন - এমন বক্তব্য দিয়ে তাকে তিন বছরের বেশী কারাদণ্ডে দণ্ডিত না করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন সালমানের অনুপস্থিতিতে বিয়িং হিউম্যানের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়বে।
“তাকে একজন অভিনেতা হিসেবে দেখবেন না... একজস সাধারণ মানুষ হিসেবে তাকে শাস্তি দিন। মামলার পুরো সময়টাতে তিনি একজন সাধারণ নাগরিক হিসেবেই ভুগেছেন। তিন বছরের বেশি সময়ের জন্য তাকে কারাগারে পাঠাবেন না।”
আইনজীবী আরও বলেন, এর মধ্যেই দাতব্য কাজে ৪২ কোটি রূপির বেশি ব্যয় করেছেন সালমান।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে সালমানের সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রজার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে বান্দ্রার একটি বেকারির সামনের ফুটপাতে। এই দুর্ঘটনায় ফুটপাতে শুয়ে থাকা এক ব্যাক্তি নিহত হন এবং দুজন আহত হন। সালমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি সে সময় মদপ্য অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।
প্রথমে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে সালমানের বিরুদ্ধে মামলা চললেও ২০১৪ সালের এপ্রিলে এই মামলায় নতুন করে বিচার শুরু হয়। এবার সালমানের বিরূদ্ধে আনা হয় দণ্ডনীয় নরহত্যার (কাল্পেবল হোমিসাইড) অভিযোগ।
সেশন কোর্টের অতিরিক্ত বিচারপতি ডি ডাব্লিউ দেশপান্ডে কড়া নিরাপত্তার মধ্যে রায় পড়ে শোনান। রায়ে বলা হয়, “অভিনেতার বিরূদ্ধে আনা সকল অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে।”
এরপর দেশপাণ্ডে কাঠগড়ায় উপস্থিত সালমানকে উদ্দেশ্য করে বলেন, “আপনি গাড়ি চালাচ্ছিলেন কোন লাইসেন্স ছাড়াই এবং আপনি মদপ্য অবস্থায় ছিলেন।”  তিনি আরও বলেন, সালমানকে আর কোনো ক্ষতিপূরণ দিতে হবে না এই মামলায়।
দণ্ডনীয় নরহত্যার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ দশ বছরের কারদণ্ডের বিধান রয়েছে ভারতে। যেহেতু সালমানের তিন বছরের বেশি কারাদণ্ড হয়েছে, এখন তাকে জামিনের জন্য উচ্চ আদালতে আপিল করতে হবে।
এদিকে মামলার শুনানি চলার সময় সালমান নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। সে সময় সালমানের গাড়ি চালক অশোক সিং স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছিলেন, দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন তিনি নিজে। আদালতে মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগে অশোক সিং-এর বিরূদ্ধে মামলা হতে পারে বলে বাদী পক্ষের আইনজীবীরা জানান। এই অশোক সিংই বুধবার গাড়ি চালিয়ে সালমানকে আদালতে পৌঁছে দেন।
একশ'রও বেশি হিন্দি সিনেমায় অভিনয় করা সালমান খান এই মুহূর্তে বলিউডের সবচেয়ে দামী ও ব্যস্ততম তারকাদের একজন। বলা হচ্ছে, এই মুহূর্তে তার পেছনে প্রযোজকদের লগ্নিকৃত অর্থের পরিমাণ অন্তত ২০০ কোটি রুপি। সালমান সাতটি সিনেমায় চুক্তিবদ্ধ রয়েছেন, যার মধ্যে দুটি সিনেমা আছে মুক্তির অপেক্ষায়।  এছাড়াও দশটি পণ্যের দূতিয়ালিও করেন তিনি।


শেয়ার করুন

পাঠকের মতামত