তারকাদের অনেকে সম্মানের চোখে দেখে না: সোনাক্ষী
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে ক্রমাগত হেনস্থা ও কুরুচিকর আক্রমণের অভিযোগ রয়েছে। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ থেকে ২৭ বছরের এক যুবককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম শাখার তদন্তকারীরা।
ওই যুবকের বিরুদ্ধে মুম্বাইয়ের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছিলেন সোনাক্ষী। তার পরই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করে পুলিশ। সোনাক্ষী নিজেও সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের জন্য একটি ভিডিও পোস্ট করে অনুরোধ করেন কোনও ভাবেই সোশ্যাল মিডিয়ায় হেনস্থা বরদাস্ত করতে না।
সোনাক্ষী বলেন, ‘এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত। তারকাদের অনেকে সম্মানের চোখে দেখে না। সেই মানসিকতার পরিবর্তন দরকার। একজন ভারতীয় হিসেবে এটি আমাদের জন্য লজ্জার।’
এলএবাংলাটাইমস/এলআরটি/ই
News Desk
শেয়ার করুন