‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠবারের মতো বর্ষসেরা গায়িকা হলেন টেইলর সুইফট
ছবি: এলএবাংলাটাইমস
ষষ্ঠবারের মতো আমেরিকান মিউজিক এওয়ার্ডে বর্ষসেরা গায়িকা নির্বাচিত হলেন হালের জনপ্রিয় আমেরিকান গায়িকা টেইলর সুইফট৷
রোববার (২২ নভেম্বর) লস এঞ্জেলেসে অনুষ্ঠিত আমেরিকান মিউজিক এওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা গায়িকা হিসেবে টেইলর সুইফটের নাম ঘোষণা করা হয়।
দর্শকদের ভোটে ষষ্ঠবারের মতো বর্ষসেরা গায়িকা নির্বাচিত হয়েছেন তিনি। অনুষ্ঠানে অংশ না নিলেও ভিডিও কনফারেন্সে দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন গুণী এই শিল্পী।
করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে নতুন এলবামের কাজ করেছেন বলে জানান টেইলর সুইফট। ফোকলোর নামের এই এলবামটির শীঘ্রই আত্মপ্রকাশ হতে পারে৷
বর্ষসেরা গায়িকা হওয়ার পাশাপাশি আরো দুইটি ক্যাটাগরিতে পুরষ্কার জিতেছেন টেইলর সুইফট৷
আমেরিকান মিউজিক এওয়ার্ডে আরো পুরষ্কার জিতেছেন কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার এবং জনপ্রিয় ব্যান্ড দ্য উইকেন্ড। এরা প্রত্যেকে তিনটি ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছেন।
জাস্টিন বিবার সর্বাধিক জনপ্রিয় পুরুষ পপ আর্টিস্ট নির্বাচির হোন। সেই সাথে 'টেন থাউজ্যান্ড আওয়ার' গানের জন্য আরো দুইটি পুরষ্কার জিতেন তিনি।
উইকেন্ড তাদের নতুন এলবাম 'আফটার আওয়ারস' ও এলবামের গান 'হার্টলেস' এর জন্য দুইটি আলাদা ক্যাটাগরিতে পুরষ্কার জিতেছেন৷ সেই সাথে বেস্ট পুরুষ ভোকাল এর পুরষ্কারও ব্যান্ডটির দখলে যায়।
এলএবাংলাটাইমস /ওএম
শেয়ার করুন