নাট্য অভিনেত্রী নীলিমার জন্মদিন
আজ ১৫ ডিসেম্বর অভিনেত্রী-মডেল নীলিমার জন্মদিন। জন্মদিনে তিনি কোনো আনুষ্ঠানিকতা করছেন না। তাকে নাট্য পরিচালক বি.এম শুভ এর নাটকের শূটিং নিয়ে ব্যস্ত থাকতে হবে। তবে গতকাল ১৪ ডিসেম্বর রাতেই তিনি এতিমখানায় এতিম শিশুদের নিয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে জন্মদিনের প্রথম প্রহরেই জন্মদিন উদযাপন করেন।
নীলিমা বলেন, ‘যেহেতু এবারের জন্মদিন শূটিং স্পটেই কাটাতে হবে। তাই আগেরদিন রাতেই পরিবারের সবাইকে নিয়ে দিনটি উদযাপন করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন এবারের জন্মদিন, শূটিং সবমিলিয়ে বেশ ভালোভাবে দিনটি পার করতে পারি।’
এদিকে নীলিমা অভিনয় শিল্পীর পাশাপাশি একজন যাদু শিল্পীও। তিনি অনেক অনুষ্ঠানে যাদু দেখিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন।
এলএবাংলাটাইমস/এলআরটি/ই
News Desk
শেয়ার করুন