২০১৫ সালের মামলা থেকে মুক্তি পেলেন খালেদা জিয়া, কুমিল্লায় আদালতের রায়
ঐশ্বরিয়ার স্বর্ণখচিত বিয়ের শাড়ির দাম কত, জানেন?
বলিউডের জনপ্রিয় জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ের ১৪ বছর পেরিয়ে গেছে। এই বিয়ে এখনও আলোচিত হচ্ছে।
ওই বিয়ের অনুষ্ঠান ঘিরে ঐশ্বরিয়া ও অভিষেকের ভক্তদের আগ্রহ এত বেশি যে, সবাই বিয়ের সব আয়োজন এখনও মনে রেখেছেন।
বিশ্ববাসী তাদের বিয়ের আয়োজন দেখেছিল টিভি পর্দায়। আজও সবার মনে আছে সাবেক বিশ্বসুন্দরীর পরনে ঐতিহ্যিক কাঞ্জিভরম শাড়ির কথা। মনে পড়বে রাজপুত্রের সাজে অভিষেকের কথা।
ঐশ্বরিয়ার অন্যতম ব্যয়বহুল ওয়েডিং লুক দেখে চোখ কপালে উঠেছিল ভারতবাসীর। ওই দিন ঐশ্বরিয়া পরেছিলেন সুন্দর সোনালি কাঞ্জিভরম শাড়ি ও ঐতিহ্যিক অলংকার, যা ঐশ্বরিয়ার লুককে করেছিল অপ্সরার মতো।
ওই শাড়ির দাম বলার আগে জানা জরুরি– কে ছিলেন সেই মাস্টার পিসের ডিজাইনার? হ্যাঁ, ওই গর্জিয়াস বিয়ের শাড়ি তৈরি করেছিলেন ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লা।
স্বর্ণের পাড় আর দামি পাথরখচিত ছিল সেই শাড়ি। গেল বছর বলিউড শাদিস ডটকমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছিল, সত্যিকারের স্বর্ণ দিয়ে মোড়া ছিল শাড়িটি, সঙ্গে প্রচুর দামি পাথর। আর সেই শাড়িটির দাম ছিল ৭৫ লাখ রুপি এবং এটিই ছিল তখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি শাড়ি। আর অভিষেক পরেছিলেন সাদা শেরওয়ানি, সত্যিকারের স্বর্ণের কাজ ছিল তাতে।
২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক। এর পর ২০১১ সালে তাদের কোলজুড়ে আসে কন্যাসন্তান– আরাধ্যা বচ্চন।
এলএবাংলাটাইমস/এলআরটি/ই
শেয়ার করুন