২৫ হাজার কর্মীকে অর্থ সাহায্য করলেন সালমান খান
বলিউড সুপারস্টার সালমান খান অনেক আগে থেকেই মানুষের পাশে দাঁড়ান বিপদে। চলমান করোনা সংকটের শুরু থেকেও তিনি এই ধারা অব্যাহত রেখেছেন। এবার বলিউডের টেকনিশিয়ান, স্টান্টম্যান, মেকআপ আর্টিস্ট, স্পটবয় মিলিয়ে ২৫ হাজার কর্মীকে ১৫০০ রুপি করে অর্থ সাহায্য করলেন এই তারকা।
এর আগেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সালমান। করোনা যুদ্ধে একেবারে সামনে থেকে যারা লড়াই করছেন, এমন পাঁচ হাজার কর্মীকে খাবারের প্যাকেট বিলি করেছেন। তার মধ্যে পুলিশ কর্মী বা স্বাস্থ্য বিভাগের কর্মীরা ছিলেন।
গত বছর লকডাউনের সময় ইন্ডাস্ট্রিতে যারা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন, তেমন শিল্পীদের প্রত্যেককে ৩০০০ রুপি করে অনুদান দিয়েছিলেন অভিনেতা। এছাড়া ঈদে মুক্তি পেতে যাওয়া রাধে ছবির লভ্যাংশও চ্যারিটি করতে চেয়েছেন সালমান।
এলএবাংলাটাইমস/এলআরটি/ই
News Desk
শেয়ার করুন