২০১৫ সালের মামলা থেকে মুক্তি পেলেন খালেদা জিয়া, কুমিল্লায় আদালতের রায়
পরীমণির রিমান্ড মঞ্জুরকারী দুই ম্যাজিস্ট্রেটকে ফের ব্যাখ্যার নির্দেশ
পরীমণির রিমান্ড মঞ্জুরকারী দুই ম্যাজিস্ট্রেটের কাছে আবারও ব্যাখা তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তদন্ত কর্মকতাকেও ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের দ্বৈত বেঞ্চ আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) এ আদেশ দেন।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, দুজনই অল্পবয়সী অফিসার। যথাযথ প্রশিক্ষণের অভাবে তারা সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেনি। তারা এজন্য ক্ষমা প্রার্থনা করেছে।
এ পর্যায়ে আদালত বলেন, তাহলে তারা আবারও ব্যাখ্যা দিক। সে জন্য ২৪ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করা হলো।
এর আগে দুই ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস ও আতিকুল ইসলামের ব্যাখ্যা গ্রহণ না করে হাইকোর্ট বলেন, তারা উচ্চ আদালতকে শেখাতে চায়। রিমান্ড নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনাও মানতে চায় না।
এলএবাংলাটাইমস/এলআরটি/ই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন