গাজা যুদ্ধ: ইইউ-এর ভূমিকা প্রকাশ্যে, দায়িত্ববিমুখতার নতুন অজুহাত উঠে আসছে
'অভিনয়ে ফিরে আসবো এটাই স্বাভাবিক'-সুমাইয়া শিমু
টিভিপর্দার নিয়মিত অভিনেত্রী সুমাইয়া
শিমু। সম্প্রতি তার বিয়েকে কেন্দ্র করে
তিনি আর অভিনয় জীবনে ফিরে আসবেন কি-
না, তা নিয়ে অনেক গুঞ্জন বয়ে যায়
মিডিয়ার বাতাসে। কারণ অনেক
অভিনয়শিল্পীই বিয়ের পরে সরে যান অভিনয়
থেকে।
তবে সব গুঞ্জনকে পেছনে ফেলে শিমু
আবারও ফিরে এলেন ক্যামেরার সামনে।
বিয়ের পর নতুন সংসার সাজিয়ে আবার
ক্যামেরার সামনে দাঁড়ালেন শিমু। সম্প্রতি
সনি চৌধুরীর পরিচালনায় ‘ব্রিফকেস’
শিরোনামে আসন্ন কোরবানি ঈদের একটি
নাটকের শুটিং-এ আসতে দেখা যায় সুমাইয়া
শিমুকে।
নাটকটিতে শিমুর সাথে সহশিল্পী হিসেবে
অভিনয় করছেন মাজনুন মিজান। অভিনয়ে
ফিরে আসা প্রসঙ্গে শিমু বলেন, ‘বিয়ের পর
অভিনয় থেকে সরে যাবো কথাটি আমি কখনও
বলিনি। সেক্ষেত্রে সামনে যেহেতু
কোরবানির ঈদ, তাই এনটিভিতে ঈদের একটি
নাটকে কাজ করছি। বিয়ের পর এটাই আমার
প্রথম কাজ। নাটকটির চিত্রনাট্য লিখেছেন
লতিফুল ইসলাম শিবলী আর পরিচালনা
করেছেন সানি চৌধুরী। আমি অভিনয়ে ফিরে
আসবো এটাই ছিল স্বাভাবিক।’
শেয়ার করুন