আলিয়া-রণবীর মা-বাবা হতে যাচ্ছেন
মা-বাবা হতে যাচ্ছেন বলিউডের আলোচিত তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। সোমবার (২৭ জুন) আলিয়া ভাট তার অফিশিয়াল ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন।
সম্প্রতি আলিয়া দুটি ছবি পোস্ট করেছেন। তার একটিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন আলিয়া। পাশে বসে আছেন রণবীর কাপুর। হাস্যোজ্জ্বল মুখে আলিয়া তাকিয়ে আছেন কম্পিউটার স্ক্রিনের দিকে। মূলত, ছবিটি আলট্রাসনোগ্রাফি করার সময়ে তোলা।
এ ছবির ক্যাপশনে আলিয়া লিখেন—‘খুব শিগগির আমাদের সন্তান আসছে।’ এই ছবি পোস্ট করার পর থেকে শুভেচ্ছায় ভাসছেন এই বলিউড তারকা। শোবিজ অঙ্গনের অনেক তারকা তাকে অভিনন্দন জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন—রাকুল প্রীত সিং, রাশি খান্না, ঋদ্ধিমা কাপুর প্রমুখ।
এলএবাংলাটাইমস/এলআরটি/ই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
News Desk
শেয়ার করুন