অভিনন্দন, তোমরা বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করেছ
বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার সিনেমা ‘দিন দ্য ডে’ শুটিং শুরু থেকেই ছিলো আলোচনায়। মুক্তির পর সেই আলোচনায় ঘি ঢালেন অনন্ত-বর্ষা।
সিনেমাটি কোটি টাকা বাজেটের, টম ক্রুজের সিনেমার মতো সাউন্ড কোয়ালিটি, আন্তর্জাতিক মানের সিনেমা ইত্যাদি মন্তব্য করেন এই তারকা দম্পতি। এবার বর্ষা দাবি করলেন, ‘দিন-দ্য ডে’ সিনেমার খবর পৌঁছে গেছে বলিউডে। সেখান থেকে ফোন করে তাদের প্রশংসা করা হয়েছে।
বর্ষা বলেন, ‘বিগ বাজেটের সিনেমা এত সুপার হিট হয়েছে যা আসলে প্রাউড করার মতো। কোনো একটা দেশে একটা ঘটনা ঘটলে কী হয়? সেটা সমালোচিত হোক আর আলোচিত হোক, সুপার হিট কোনো কিছু হলে, ব্লকবাস্টার কিছু হলে গেলে, যেমন বিদেশের নিউজ আপনারা করছেন, সেভাবে কিন্তু বলিউড পর্যন্ত পৌঁছে গেছে ‘দিন দ্য ডে’র কথা। তারা আমাদের নম্বর জোগাড় করে কল করেছে। বলেছে, অভিনন্দন, তোমরা বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করেছ। আর কী পাওয়া!’
বলিউডকেন্দ্রিক ইনস্টাগ্রাম পেজ থেকে ‘দিন দ্য ডে নিয়ে পোস্ট করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা।
এলএবাংলাটাইমস/এলআরটি/ই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
News Desk
শেয়ার করুন