এবার নির্মাণে দিয়া মির্জা
অভিনেত্রী-প্রযোজক দিয়া মির্জা
জানিয়েছেন আগামীতে তার প্রডাকশন
হাউস তিনটি বলিউড চলচ্চিত্র নির্মাণ
করবে, কিন্তু এর কোনটিতে অভিনয়ের
পরিকল্পনা নেই তার।“প্রযোজক হিসেবে
আমাদের হাতে এখন তিনটি চলচ্চিত্র
আছে কিন্তু এর কোনটিতে অভিনয়ের
পরিকল্পনা করছি না। আমাদের সব
সময়ের লক্ষ্য তরুণদের সহ বর্তমানের
দর্শকদের জন্য ভাল আর সমৃদ্ধে
বিষয়বস্তুর চলচ্চিত্র উপহার দেয়া,” দিয়া
বলেন। ৩৩ বছর বয়সী অভিনেত্রীটি তার
স্বামী সাহিল সংঘার সঙ্গে তাদের
প্রযোজনা সংস্থা বর্ন ফ্রি
এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠা করেন।
অভিনয়ে দিয়াকে শেষ দেখা গেছে গত
বছর মুক্তিপ্রাপ্ত ‘ববি জাসুস’ চলচ্চিত্রে।
সাবেক মিস এশিয়া প্যাসিফিক দিয়া
সম্প্রতি কোলকাতায় একটি অলঙ্কারের
শোরুম উদ্বোধন করতে এসেছিলেন। তিনি
জানান অলঙ্কারের রুচিশীল ক্লাসিক
ডিজাইন তার বেশি পছন্দের। তবে তিনি
জানান আজকালকার মেয়েদের মা বা
দাদীদের দেয়া গহনা না পরে কানে আর
গলায় পরার জন্য নিজেরদের মানানসই
স্টাইল বেছে নেয়া উচিত যা তাদের
স্বকীয়তা আর নারীত্বকে সংজ্ঞায়িত
করে। তিনি জানান কোলকাতার
অলঙ্কারশিল্পীরা ছোট আর বড় সব
ক্ষেত্রেই নিজেদের অবস্থান প্রমাণ
করেছে।
News Desk
শেয়ার করুন