৮ জুলাই ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পপ্রধান হালুক গরগুন
হৃদরোগে আক্রান্ত কন্ঠশিল্পী ফুয়াদ
ছবি: এলএবাংলাটাইমস
দেশের জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। মডার্ন মিউজিকের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেওয়ার প্রথম সারির একজন তিনি। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর লস এঞ্জেলেসের একটি হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।
ফুয়াদের বড় ভাই রাহাত আল মুক্তাদির গণমাধ্যমকে জানিয়েছেন, নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই ফুয়াদের অপারেশন সম্পন্ন হয়েছে। তার দুইটি বাইপাস করা হয়েছে। তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।
‘চিরকুট’র ভোকাল, গীতিকার ও সুরকার শারমীন সুলতানা সুমি লিখেছেন, আমাদের সবার প্রিয় এবং বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির ভাইয়ের আট ঘণ্টাব্যাপী ওপেন হার্ট সার্জারি হচ্ছে আমেরিকার একটি হাসপাতালে। আমাদের ফুয়াদ ভাই একজন যোদ্ধা।
এর আগে, ২০১৭ সালে ফুয়াদ ভাইয়ের থাইরয়েড ক্যানসারের জন্য সার্জারি হয়েছিল। তিনি সেটা রিকভারিও করেছেন সাহসের সাথে। ফুয়াদ ভাইয়ের পরিবার আমার নিজের পরিবারের মত। আজকের দিনটা এই অমায়িক, ভীষণ আন্তরিক পরিবারটার জন্য কঠিন একটি দিন। আল্লাহ সহায় হোন। ফুয়াদ ভাইয়ের সফল অপারেশন এবং সার্বিক সুস্থতার জন্য আল্লাহর কাছে বিনীত প্রার্থনা করছি। আপনারাও প্লিজ ফুয়াদ ভাইকে আপনাদের দোয়ায় রাখবেন।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন