শাহরুখের পর এবার অ্যাকশন ছবিতে আমির খান!
ছবি: এলএবাংলাটাইমস
‘দঙ্গল’ ও ‘পিকে’র ব্যাপক সাফল্যের পর আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান’ ও ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এরপর লম্বা বিরতি নিয়েছেন অভিনেতা। তবে তার মানে এই নয় যে আমিরের ক্যারিয়ার শেষ!
জানা গেছে, আমির খানের পরবর্তী ছবি হতে চলেছে অ্যাকশন ঘরানার।‘আমির খান অ্যাকশনে বরাবরই দারুণ। তার প্রমাণ মিলেছে ‘ধুম থ্রি’, ‘গজনি’, ‘সরফরোশ’ এবং ‘গুলাম’-এ। অভিনেতা বিরতি নিয়েছেন কারণ তিনি একই ধরনের কন্টেন্টে কাজ করতে চাইছেন না। তবে এখন আমির এমন একটি স্ক্রিপ্ট খুঁজছেন যেখানে তিনি জমজমাট অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে পারবেন।’
আমির খানের সঙ্গে যশ রাজ ফিল্মের কথা হয়েছে। ‘ধুম’ সিরিজের কোনো ছবি নির্মাণের পরিকল্পনা করছে কিনা প্রযোজনা প্রতিষ্ঠানটি সেই ব্যাপারে খোঁজ নিচ্ছেন আমির।
ক্যারিয়ারে চার বছরের বিরতি নেয়ার পর অ্যাকশন ছবি ‘পাঠান’ নিয়ে ফিরেই তাক লাগিয়ে দিয়েছেন শাহরুখ। এবার আমিরও সেই পথেই হাঁটতে চলেছেন।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন