করণ জোহরের হেনস্থার বৃত্তান্ত প্রকাশ্যে আনলেন ‘বলিউড কুইন’
করণ জোহরের রহস্যময় পোস্টের পর আবার তাকে একহাত নিলেন বলিউড ‘দুর্মুখ’ নায়িকা কঙ্গনা রনৌত। অনুষ্কা শর্মার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন করণ- এমনই অভিযোগ উঠছে পুরনো এক ভিডিওর ভিত্তিতে। প্রিয়াঙ্কা চোপড়াও নাকি করণে প্যাঁচে পড়েই বলিউড ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এসব পুরনো প্রসঙ্গে ঘনিয়েছে বিতর্ক, যাতে কঙ্গনা কিছু দিন আগেই করণের নাম না নিয়ে মন্তব্য করেছিলেন, ‘চাচা চৌধুরীর এটাই কাজ।’ এই আবহে রোববার করণের পোস্ট ছিল, ‘যতই তোমরা তরবারি ওঠাও, আমার মৃত্যু নেই।’
কঙ্গনা এরপর প্রকাশ্যে আনলেন তার সঙ্গেও কী কী আচরণ করেছেন করণ, সেই বৃত্তান্ত। জানালেন, টেলিভিশন অনুষ্ঠানে তাকে অপমান করেছেন করণ, হেনস্থা করেছেন সবার সামনে। কারণ শুনিয়ে আরও চমকে দিলেন ‘কুইন’ খ্যাত অভিনেত্রী।
লিখেছেন, ‘একটা সময় ছিল যখন চাচা চৌধুরী (করণ) স্বজনপোষণ মাফিয়াগুলোর সঙ্গে দলবেঁধে আমায় অপমান করত। সবার সামনে হেনস্থা করত। জাতীয় টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানেও করেছে। শুধুমাত্র আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না বলে।’ এরপর কঙ্গনা লেখেন, ‘আর আজ আমি ওর হিন্দির দক্ষতা দেখার পর আর চুপ করে থাকতে পারলাম না। যতটা পারলাম শুধরে দিলাম। দেখা যাক কী হয়।’
রোববার করণের ইংরেজি হরফে লেখা হিন্দি পোস্টের একটি স্ক্রিনশর্ট দিয়েই এত কথা লেখেন কঙ্গনা। যেখানে করণ লিখেছিলেন, ‘যা খুশি বলে যাও, আমি মিথ্যার কাছে মাথা নোয়ানোর দলে নেই। কিছু বলব না। আমার ভাবমূর্তি নষ্ট করার যত চেষ্টাই হোক, আমার সততা, শুদ্ধতা আমার জয়। তুলে ধরো তোমাদের তরবারি, আমার মৃত্যু নেই।’
কারও নাম উল্লেখ না করেই কাব্য করে লিখেছেন করণ। যে পোস্টকে পুরনো ভিডিও নিয়ে জলঘোলার জেরই মনে করছেন সকলে। করণের স্বজনপ্রীতি প্রবণতা নিয়ে বলিউডে খোলাখুলিই আলোচনা হয়। এ ক্ষেত্রেও করণের পোস্ট দেখে তির্যক মন্তব্যই ভেসে আসছে।
বিতর্কের সূত্রপাত ইনস্টাগ্রামে সম্প্রতি ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিওতে। যেখানে অনুষ্কা শর্মাকে পাশে বসিয়েই একটি সাক্ষাৎকারে করণকে বলতে শোনা যায়, ‘অনুষ্কার ক্যারিয়ার আমি একেবারে নষ্ট করে দিতে চেয়েছিলাম। আদিত্য চোপড়া আমাকে একটি ছবির জন্য অনুষ্কার ছবি দেখিয়েছিল। আমি ‘না, না’ করে উঠেছিলাম। চেয়েছিলাম, আদিত্য যেন ওকে সই না করায়। আমি চেয়েছিলাম অন্য এক অভিনেত্রীকে আদি নিক। এই পুরো ষড়যন্ত্রের পেছনে আমি ছিলাম।’
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন