বিশেষ দিবসে রাজকে নিয়ে পরীমণির বিস্ফোরক মন্তব্য
বাবা দিবসের এই দিনটিতে বাবার সান্নিধ্যে নেই পরীমণি-রাজের সন্তান রাজ্য। এই পরিস্থিতেই ফেসবুকে রাজকে নিয়ে ইঙ্গিতে বিস্ফোরক মন্তব্য করলেন পরীমণি।
রাজকে উদ্দেশ্য করে পরী বলেন, ‘এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনও স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতো, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনও মেমোরিজই থাকবে না! অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের (বন্ধু) সাথে আছে! লুজার।’
এরপর পরী বললেন, ‘মা-বাবা নেই, এই কষ্ট ঢের ভালো; এমন থাকার চেয়ে। যাই ঘুম দেই একটা, ছেলের গলা ধরে।’ পরী এতসব বললেও বরাবরের মত চুপ শরিফুল রাজ। কোনো বার্তাই দেননি তিনি। এদিকে রাজ আর পরী এক ছাদের নীচে নেই দীর্ঘদিন। পরিস্থিতি ক্রমেই বিচ্ছেদের দিকে যাচ্ছে। যদিও দুজনে সাফ জানিয়ে দিয়েছেন, আর সংসার করবেন না। তবে একমাত্র সন্তান রাজ্য’র জন্য কিছু দিন আগেও একত্র হয়েছেন। মিলেমিশে ছেলের দশ মাস উদযাপন করেছেন। তবে পরক্ষণেই জানা যায়, সেটা স্রেফ মুহূর্তের মিলন ছিল।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন