আপডেট :

        গাজা যুদ্ধ: ইইউ-এর ভূমিকা প্রকাশ্যে, দায়িত্ববিমুখতার নতুন অজুহাত উঠে আসছে

        ২৯ বছরের অপেক্ষা শেষ: সালমান শাহ হত্যা মামলায় পুলিশের প্রথম পদক্ষেপ ইস্কাটন ফ্ল্যাটে

        এমন ওপেনিং দেখা যায়নি অনেকদিন: তবু বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ২৯৯-এ আটকে যায়

        উপদেষ্টা পরিষদ: ২ আইন চূড়ান্ত, ৩টির নীতিগত অনুমোদন

        ট্রাম্পের এশিয়ান ট্যুর শুরু: শি’র সঙ্গে 'ফ্যান্টাস্টিক ডিল' এর প্রত্যাশা বাড়ল

        সরকারি স্থবিরতায় আগামী মাসে ক্যালফ্রেশ সহায়তা বিলম্বিত হতে পারে: নিউজম

        সরকারি স্থবিরতায় খাদ্যসংকট মোকাবিলায় ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা নিউজমের

        একই সফটবল দলের চার সদস্যের মরদেহ উদ্ধার, সন্দেহজনক ওভারডোজে মৃত্যু

        যুক্তরাষ্ট্রে পারিবারিক স্বাস্থ্যবিমার গড় খরচ প্রায় ২৭,০০০ ডলারে পৌঁছেছে

        ডাকাতি করতে গিয়ে নিজেই বিপদে, রেসলারের হাতে মার খেয়ে গ্রেপ্তার

        হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে নতুন বলরুম নির্মাণের ঘোষণা ট্রাম্পের

        প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় হামলা, নিহত ৩

        লস এঞ্জেলেসে অভিবাসন অভিযানে গুলিবিদ্ধ টিকটক নির্মাতা ও মার্কিন মার্শাল

        দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি

        সরকারে দলীয় কেউ থাকলে সরিয়ে দিতে হবে: রিজভী

        গ্রিন টি না কি লাল চা, কোনটিতে উপকার বেশি

        থাইল্যান্ড সীমান্তে স্টারলিংকের অবৈধ ব্যবহার: মিয়ানমার স্ক্যাম সেন্টারের নতুন শক্তি।

        নিউইয়র্কের পেন স্টেশনে নবজাতক ফেলে যাওয়া মা গ্রেপ্তার

        অভিষেকে ৫ উইকেট ‘বুড়ো’ আফ্রিদির

        উবার ও লিফট চালকদের জন্য বাধ্যতামূলক ইউনিয়ন আলোচনার আইন পাশ করলো ক্যালিফোর্নিয়া

৩৫ বছরেও হয়নি ফিল্ম সিটি

৩৫ বছরেও হয়নি ফিল্ম সিটি

গাজীপুরের কালিয়াকৈরের কবিরপুরে নির্মিত হবে ফিল্ম সিটি। যেখানে ফুটে উঠবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের পুরো চালচিত্র। সঙ্গত কারণেই চলচ্চিত্র নির্মাণের জন্য দেশের নানাপ্রান্তের লোকেশনে চিত্রায়নের প্রয়োজন পড়বে না। ফলে বাঁচবে সময় ও নির্মাণ ব্যয়।

নদী-নালা, পাহাড়, গ্রাম-শহর, ঐতিহাসিক স্থান ও ইতিহাসের স্মারকের বৈচিত্র্যময় রেপ্লিকাসহ দেশের শিল্প ও সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট সবকিছুই থাকার কথা রয়েছে সেখানে। একজন নির্মাতা তার চিন্তার সামঞ্জস্য খুঁজে পাবেন কবিরপুরের ছায়াঘেরা পাখির কলকাকলিমুখর এই ফিল্ম সিটিতে।

প্রশ্ন হলো— কবে নির্মিত হবে এই স্বপ্নের ফিল্ম সিটি? সেই ১৯৮১ সালে সরকারি অর্থায়নে ১০৫ একর জমি কেনা হয়, একটি আন্তর্জাতিক মানের ফিল্ম সিটি তৈরির জন্য। কোনো প্রকার কাজে হাত না দিয়ে কেবল নাম পরিবর্তন করেই কেটে গেছে সাড়ে তিন দশক। প্রথমে জিয়া ফিল্ম সিটি, এরপর বঙ্গবন্ধু ফিল্ম সিটি, এরপর আবার জিয়া চলচ্চিত্র নগরী। বর্তমানে এর নাম ‘বাংলাদেশ ফিল্ম সিটি’। এরপর হয়তো অন্য নাম হবে, হয়তো এভাবেই পড়ে থাকবে... এমন আশা-নিরাশার খেলা দেখে এমন ভাবনাই এখন চলচ্চিত্রপ্রেমী মানুষের।

সরেজমিনে দেখা গেছে, বর্তমানে এটিতে রয়েছে একটি নামফলক, কৃত্রিম ও প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠা বৃক্ষ, একটি হ্রদ ও বিশাল খালি জায়গা। বার বার স্বপ্নের কাছাকাছি পৌঁছে বার বার ফিরে আসা এই ফিল্ম সিটি কি আদৌ হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনে যাওয়া। এ প্রসঙ্গে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে আশার কথা জানান প্রকল্পটির পরিচালক (এফডিসির প্রশাসন ও প্রকৌশল পরিচালক) মোহাম্মদ আজম।

মোহাম্মদ আজম বলেন, ‘বেশ কয়েকটি পর্যায়ে আমরা এ প্রকল্পটির কাজ সম্পন্ন করব। যার প্রথম পর্যায়ের কাজ ইতোমধ্যেই শুরু করেছি। এ পর্যায়ের মধ্যে মূল কাজ হবে পুরো প্রকল্পের মাস্টারপ্ল্যান তৈরি। সেই সঙ্গে প্রকল্পের পার্শ্ববর্তী এলাকার সড়ক নির্মাণের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।’

প্রকল্পের ইতিহাস জানান দেয়, এফডিসির বহির্দৃশ্য চিত্রায়নের জন্য ঢাকার অদূরে গাজীপুরের কবিরপুর আন্দারমানিক এলাকায় আনসার একাডেমি-সংলগ্ন ১০৫ একর জমির ওপর এ ফিল্ম সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আশির দশকের শুরুর দিকে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণা অনুযায়ী, ১৯৮১ সালে তথ্য মন্ত্রণালয় সাভার থানার অধিভুক্ত কবিরপুরে রেডিও ট্রান্সমিশন ও এরিয়াল কেন্দ্রের জন্য অধিগ্রহণকৃত জমি থেকে এফডিসিকে ১০৫ দশমিক ১২ একর বা ৩১৭ দশমিক ৫২ বিঘা জমি বরাদ্দ দেয়। জমি বরাদ্দ পাওয়ার পর এফডিসির পক্ষ থেকে ‘জিয়া ফিল্ম সিটি’ নামে দ্রুত কাজ শুরুর উদ্যোগ গ্রহণ করা হয়।

পরবর্তীকালে নানা অজুহাতে বার বার প্রকল্পটির কাজ পিছিয়ে যায়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’ নাম দিয়ে পুনরায় এর কাজ শুরু করে। অনাকাঙ্ক্ষিতভাবে সে প্রচেষ্টাও থেমে যায়। সর্বশেষ ২০০২ সালের ২৮ জুন এফডিসির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব ‘জিয়া চলচ্চিত্র নগরী’ নামে প্রকল্পটির নির্মাণকাজের উদ্বোধন করেন। সে সময় কিছু গাছ ও ১৫ কক্ষের একটি আবাসন ভবন নির্মাণ করা হয়। এরপর তত্ত্বাবধায়ক সরকার এসে এ প্রকল্পের নতুন নামকরণ করে ‘বাংলাদেশ ফিল্ম সিটি’। বর্তমানে এ নামেই প্রকল্পটির কাজ শুরু হবে।

মোহাম্মদ আজম বলেন, ‘প্রকল্পের প্রথম পর্যায়ের কাজে শুরুতেই সীমানা প্রাচীর তৈরি করা হবে। সেই সঙ্গে শ্যুটিংয়ের জন্য চারটি গ্রামের বাড়ি নির্মাণ করা হবে। উচ্চবিত্ত থেকে দরিদ্র পরিবারের মতো করে বাড়িগুলো তৈরি হবে। এ ছাড়াও গ্রাম্য বাজার, শ্যুটিং রেস্টুরেন্ট, চারটি মেকআপ রুম, লেক ও পুকুর সৌন্দর্যকরণ, বনায়ন, শ্যুটিং ফ্লোরসহ নানা অবকাঠামোগত উন্নয়নকাজ করা হবে। সেই সঙ্গে পুরো প্রকল্প এলাকায় আধুনিক আলোর ব্যবস্থা থাকবে। যার ফলে নিরাপত্তা বাড়বে। সেখানে শ্যুটিং টিমের জন্য এক শ’ আসনবিশিষ্ট চারটি ডরমিটরি তৈরি করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রকল্পটি নিয়ে বেশ বড় ধরনের পরিকল্পনা রয়েছে। যার মধ্যে বাংলাদেশের একটি রেপ্লিকা তৈরি অন্যতম। শ্যুটিংয়ের জন্য দেশের দর্শনীয় সব স্থানের রেপ্লিকা তৈরি করা হবে। এতে চলচ্চিত্র নির্মাণের খরচ কমে আসবে। এর পাশাপাশি একটি চলচ্চিত্র জাদুঘরও তৈরি করা হবে।’

প্রায় দুই বছর মেয়াদে বাংলাদেশে ফিল্ম সিটির কাজের অনুমোদন দিয়েছে একনেক। এখন চলছে প্রকল্পের মাস্টারপ্ল্যানের কাজ। গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে একনেক সভায় বাংলাদেশ ফিল্ম সিটির জন্য ১৯ কোটি ৮০ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়। এর ফলেই নড়েচড়ে বসে প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত।


শেয়ার করুন

পাঠকের মতামত