আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

        সেতু উন্নয়নকাজের জন্য রাতে ইউএস-১০১ ফ্রিওয়ে বন্ধ থাকবে

        ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলেসের ডাউনটাউন

        অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার শীর্ষ নেতাদের সমন জারি

        চতুর্থ সন্তানের মা হতে চলেছেন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স

        দক্ষিণ ক্যারোলাইনায় হামের সংক্রমণ বেড়েই চলেছে

        দুর্ঘটনায় ফার্মেসির ভেতরে ঢুকে পড়ল টেসলা, আহত ২

        ইন্ডিওর কাছে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ‘এটা বর্ণভিত্তিক প্রোফাইলিং’: অরেঞ্জ কাউন্টিতে ফেডারেল অভিবাসন অভিযানে আতঙ্ক

        গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক হুমকি বাস্তবায়নের অঙ্গীকার ট্রাম্পের, ইউরোপীয় ইউনিয়নের সতর্ক বার্তা

নিরাপত্তাজনিত কারণে ঢাকায় কারিনার কনসার্ট স্থগিত

নিরাপত্তাজনিত কারণে ঢাকায় কারিনার কনসার্ট স্থগিত

‘ক্লিন ঢাকা কনসার্টে’ অংশ নিতে শুক্রবার ঢাকায় আসার কথা ছিল বলিউড তারকা কারিনা কাপুরের। তবে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলনে বলেন, নিরাপত্তাজনিত কারণেই ‘ক্লিন ঢাকা কনসার্ট’ বাতিল করা হয়েছে।

পরিচ্ছন্নতা অভিযান নিয়ে জনসচেতনতা তৈরিতে আয়োজিত এই কনসার্ট অনুষ্ঠানে কারিনার সঙ্গে থাকার কথা ছিল জাভেদ আলী, কনিকা কাপুর এবং বাংলাদেশি চিত্রনায়ক অনন্ত জলিলের।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই কনসার্ট হওয়ার কথা ছিল শুক্রবার। টিকিটের মূল্য ধরা হয়েছিল যথাক্রমে এক হাজার, দেড় হাজার ও তিন হাজার টাকা।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, প্রস্তুতি ও পরিকল্পনা না থাকায় বলিউড সুপারস্টার কারিনা কাপুর খানের ক্লিন ঢাকা কনসার্ট স্থগিত করা হয়েছে।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলামের নেতৃত্বে ক্লিন ঢাকা কনসার্টের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা অন্তর শোবিজের সঙ্গে পুলিশের আলোচনা হয়। আলোচনার পর ডিএমপি কনসার্টটি স্থগিত করতে সিটি করপোরেশনকে অনুরোধ জানায়।

তিনি আরও জানান, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মাঝে সমন্বয়ের অভাব ছিল। কনসার্টের পরিকল্পনা ও প্রস্তুতি কোনোটিই তাদের ঠিক ছিল না। সে বিবেচনায় কনসার্ট স্থগিত রাখার অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে স্বপন চৌধুরী বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তরফ থেকে আমাদের জানানো হয়, এ কনসার্টে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কনসার্টটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই আমরা নতুন তারিখ জানাব।’

স্বপন চৌধুরী জানালেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কারিনা কাপুরকে কনসার্ট বাতিলের খবর জানানো হয়েছে। আমি কারিনাকে অনুরোধ করেছি পরবর্তীতে তিনি যেন অন্তর শোবিজকে আবারও সময় দেন’।

অন্তর শোবিজ কর্ণধার জানালেন, ‘ক্লিন ঢাকা কনসার্ট’ এর জন্য কারিনাকে ৬০ লাখ টাকা ‘অ্যাডভান্স’ করা হয়েছিল। কনসার্টের ভেন্যু বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামের জন্য ২৭ লাখ টাকা ব্যয় করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

কনসার্টে পারফর্ম করতে ভারত থেকে বেশ কয়েকজন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট চলে এসেছেন বাংলাদেশে। এসেছেন কনসার্ট উপস্থাপিকা মাহি শ্বেতাও। এখন তাদের পারফর্ম না করেই দেশে ফিরতে হচ্ছে।

স্বপন চৌধুরী জানান, ‘ক্নিন ঢাকা কনসার্ট’ উপভোগ করতে যারা টিকিট কেটেছিলেন, তারা একই টিকিটে পরবর্তীতে নতুন তারিখে এই কনসার্ট উপভোগ করতে পারবেন। যারা ফেরত দিতে চান, তারা যে বুথ থেকে টিকিট কেটেছিলেন, সেই বুথে ফেরত দিতে পারবেন। তাদের পুরো টাকাই ফেরত দেওয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত