নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
চাষী আলম-মানতাশার ‘সময়ের গল্প’
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…’— এই গানে যেন মিশে আছে বাঙালির সবটুকু আবেগ। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনেই বাঙালি জাতি নিজেদের ভাষা, আত্মপরিচয়কে প্রতিষ্ঠা করতে শুরু করেছিল। কিন্তু নতুন প্রজন্মের কাছে এই বিশেষ দিনগুলোর তাৎপর্য যেন কিছুটা কমে যাচ্ছে।
অনেকেই মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের তাৎপর্য নিয়ে অনেকটা তালগোল পাকিয়ে ফেলেন। বিশেষ দিনগুলোকে সবাই উৎসব মনে করেন। মাতৃভাষা দিবস নিয়ে নতুন প্রজন্মকে প্রেরণা জোগাতে নির্মাতা তুহিন হোসেন নির্মাণ করেছেন নাটক ‘সময়ের গল্প’।
আওরঙ্গজেবের চিত্রনাট্য ও সংলাপে নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চাষী আলম, মীম মানতাশা, ফরহাদ বাবু, মুনিম এহসানসহ অনেকে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন