আপডেট :

        নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার

        ওষুধ নয়, অস্ত্রোপচারও নয়: সহজ হাঁটার কৌশলেই আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাফল্য বিজ্ঞানীদের

        জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক পরিষদ গঠনের উদ্যোগ

        সনাতন ধর্মীয় তীর্থস্থানে উসকানি প্রতিরোধে প্রশাসনকে নির্দেশ

        বিজরীর প্রতিধ্বনি: নজরুলের গানে নারীর স্বাধীনতার স্বর

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        মোদি-ট্রাম্পের বন্ধুত্ব ভেঙে পড়ল: 'অত্যন্ত ভয়ংকর' বলে ট্রাম্পের তিরস্কার, ভারতে রাজনৈটিক ঝড়!

        হিজাব নিয়ে বিতর্কে ভিকারুননিসার শিক্ষিকা বরখাস্ত, তদন্তের প্রতিশ্রুতি

        প্রেমের গল্পে নতুন অধ্যায়: টেলর সুইফট-কেলসের বাগদানে উচ্ছ্বাস!

        ডাচ ক্রিকেট দলে নতুন মুখ: সিলেটে বাংলাদেশ সিরিজের জন্য তিন পরিবর্তন

        শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু

        অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে 'দুর্বল নেতৃত্বের ফল' বলে আখ্যায়িত করল ইরান

        দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন

        ট্রাম্পের ঘোষণা: ওয়াশিংটন ডিসির খুনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

        ক্যালিফোর্নিয়ার অ্যাকটনে গাড়ির ভেতরে দুইজনের মরদেহ উদ্ধার

        মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জয়: ৩৭% শ্রমিক বাংলাদেশি

        স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর

        সাকিবের মনের শান্তি: পরিবারের সঙ্গে কাটানো সময়

তারকাদের এতো অপমৃত্যু কেন?’

তারকাদের এতো অপমৃত্যু কেন?’

রুপালি পর্দায় আলো ঝলমলে জীবন তাদের। খুব সাধারণভাবেই অধিকাংশ মানুষের ধারণা তারকারা সুখী ও সফল। অথচ তাদের জীবনে না পাওয়া, বেদনা কিংবা হতাশা অন্য সাধারণ মানুষের চেয়ে বেশিই! কিংবদন্তি রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মহম্মদের আত্মহননের পর সেই আলোচনা আরো জোরালো করলো। আরেক বার প্রশ্নটা সামনে এলো ‘তারকাদের এতো অপমৃত্যু কেন?’

দেশে এত তারকার অপমৃত্যু

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি আনোয়ার ১৯৯১ সালের ৩ জুলাই আত্মহত্যা করেন। স্বামী আনোয়ার হোসেনের সঙ্গে তালাকের আঘাত সইতে না পেরে তিনি আত্মহননের পথ বেছে নেন বলে জানা যায়। পারিবারিক অশান্তির কারণেই আত্মহত্যা করেছিলেন ছোটপর্দার অভিনেত্রী নায়ার সুলতানা লোপা। ২০১৪ সালের গুলশানের নিজ বাসা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

নব্বই দশকে টিভির মিষ্টিমুখ মিতা নূরের জীবনে কী এমন ঘটলো যে হুট করে তিনি আত্মহত্যা করে বসলেন! ২০১৩ সালের ১ জুলাই আত্মহত্যার পর তার বাবার মারফত জানা যায়, স্বামীর সঙ্গে অনেকদিন ধরেই বনিবনা হচ্ছিলো না মিতার। ২০১১ সালে আত্মহত্যা করেন অভিনেত্রী ও মডেল ও লাক্স-তারকা সুমাইয়া আজগার রাহার। চিত্রনায়ক অনন্ত জলিলকে জড়িয়ে রাহার মৃত্যু নিয়ে গুঞ্জন ওঠে। তবে এই গুঞ্জনকে উড়িয়ে দেয় তার পরিবার। এছাড়া ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি মধ্যরাতে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেন মডেল জ্যাকুলিন মিথিলা।

তবে কিছু কিছু আত্মহত্যার কারণ এখনো রহস্যই রয়ে গেল! এর সবচেয়ে বড় উদাহরণ ঢাকাই সিনেমার ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে থাকার সময় হঠাত্ই ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। হত্যা নাকি আত্মহত্যা এর কোনো আইনি সুরাহা শেষ পর্যন্ত হয়নি। সর্বশেষ গত বছরের ২ নভেম্বর আত্মহননের পথ বেছে নেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। তার মৃত্যু নিয়েও তৈরি হয়েছে রহস্য।

বিশ্বব্যাপী তালিকাও বেশ দীর্ঘ

দেশ পেরিয়ে বিভিন্ন দেশের তারকারাও একই ধরনের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়ে ইচ্ছামৃত্যুর স্বাদ মিটিয়েছেন। এর মধ্যে অন্যতম বলিউড তারকা দিব্যা ভারতী, অভিনেত্রী জিয়া খান, ভিভেকা বাবাজি, দক্ষিণ ভারতের অভিনেত্রী সিল্ক স্মিতা, জনপ্রিয় মডেল ও টিভি তারকা কুলজিত্ রানধাওয়া, জনপ্রিয় টিভি তারকা ও উপস্থাপিকা নাফিসা জোসেফ, জনপ্রিয় অভিনেতা ও পরিচালক গুরু দত্ত, সুশান্ত সিং রাজপুত।

এছাড়া হলিউড সুপারস্টার মেরিলিন মনরো, লুসি গর্ডন, মার্কিন কমেডিয়ান রবিন উইলিয়ামস, অভিনেত্রী দপেগ এন্টউইসটলদ, জনপ্রিয় লেখক ও প্রযোজক স্টিভ বিং, অভিনেত্রী নায়া রিভেরা তো রয়েছেনই। বিশ্ব সংগীতে সবচেয়ে বড় দুই উদাহরণ নির্ভানা ব্যান্ডের ভোকালিস্ট কার্ট কোবাইন ও ‘লিংকিন পার্ক’ ব্যান্ডের গায়ক চেস্টার বেনিংটন।

আত্মহত্যা ও মানসিক অবসাদ নিয়ে আলোচনা

বিভিন্ন সময় আত্মহত্যা ও মানসিক অবসাদ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বলিউড ও হলিউডের জনপ্রিয় তারকারা। এ তালিকায় রয়েছেন— দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, এআর রহমান, ডোয়েন জনসন, লেডি গাগা, বিয়ান্সে, অ্যাডেল, মাইলি সাইরাস’সহ অনেকেই। এসব তারকারা মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে জোর দিয়েছেন।

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন বলেন, ‘এক এক সময় আত্মহত্যার কথাও মাথায় আসত। শারীরিক বা মানসিকভাবে কিছুই যেন অনুভব করতে পারছিলাম না। ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছিল। যার এই অনুভূতি হয়নি তাকে বুঝিয়ে বলাটা কঠিন পুরো বিষয়টা।’ এছাড়া ম্রুণাল ঠাকুর, আমিত সাধের মতো একাধিক তারকারাও আত্মহত্যার প্রবণতার কথা জানিয়েছেন। অন্যদিকে অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো একাধিক বিখ্যাত বলিউড তারকারা তাদের জীবনযুদ্ধের কথা বলতে গিয়ে হতাশা, অবসাদের বিষয়টি বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন।

কেন এই অবসাদ

শোবিজ তারকাদের অবসাদের বা অন্যান্য মানসিক রোগের সঙ্গে লড়াই নতুন নয়। এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ ড. শর্মিলা সরকার বিবিসি বাংলাকে বলেন, ‘অভিনেতা-অভিনেত্রী, গায়ক বা বিনোদন দুনিয়ায় যারা আছেন, তাদের প্রতিনিয়ত প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। চড়াই উতরাই অনেকটা বেশি থাকায় বিনোদন জগতে অ্যাংজাইটি, ডিপ্রেশনের সমস্যাও বেশি দেখা যায়।’

তিনি বলেন, ‘অনেকেই অনেক স্বপ্ন দেখেন কিন্তু হাতে গোনা কয়েকজনই খ্যাতি পান। বাকিরা সাফল্য পান না বা লাইম লাইটে পৌঁছানোর আগেই ফিরে আসতে হয়। অথবা নতুন মুখ এলে পুরানোদের জায়গা ছেড়ে দিতে হচ্ছে— এমন উদাহরণও বিস্তর রয়েছে। এটা অনেকেই মেনে নিতে পারেন না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত