গাজা যুদ্ধ: ইইউ-এর ভূমিকা প্রকাশ্যে, দায়িত্ববিমুখতার নতুন অজুহাত উঠে আসছে
আসছে বাহুবলীর শেষ পর্ব
ভারতে গেল বছর মুক্তি পেতেই বক্স অফিসে হৈ চৈ ফেলে দিয়েছিলো বিগ বাজেটে তৈরি এস এস রাজামৌলির মহাকাব্যিক ছবি ‘বাহুবলী’। ২৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চলচ্চিত্রটি একই সাথে তেলুগু এবং তমিল ভাষায় নির্মিত হয়েছিলো।
পরে হিন্দি, ইংরেজিসহ বেশ কিছু ভাষায় ডাবিং করে বিশ্বব্যাপী মুক্তি দেয়া হয় ‘বাহুবলী’। যার ফলে ছবিটি প্রায় ৬০০ কোটি টাকা আয় করে নিয়েছিলো!
সেই সাফল্যে অনুপ্রাণীত হয়ে নির্মিত হচ্ছে ছবিটি দ্বিতীয় কিস্তি। সেই খবর অবশ্য বেশ পুরোনো। তাই ‘বাহুবলী’র ভক্তরা অপেক্ষা করছেন কবে আসছে দ্বিতীয় পর্বটি। সেই প্রতীক্ষার অবসান হচ্ছে আগামী বছরই।
বাহুবলীর অফিসিয়াল সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ২০১৭ সালের এপ্রিলে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী-২’। এই পর্বেই উন্মোচন হবে সেনাপতি কাটাপ্পার সম্রাট বাহুবলীকে হত্যার কারণ।
‘বাহুবলী’র প্রথম পর্বে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তেলুগু অভিনেতা প্রভাস। দ্বিতীয় কিস্তিতেও তাকে দেখা যাবে দুষ্টের দমনে। সঙ্গে থাকবেন রানা ডুগ্গুবাটি, তামান্নাহ্ ভাটিয়া এবং আনুশ্কা শেঠি, রামাইয়া কৃষ্ণন, সত্যরাজের মত অভিনেতা-অভিনেত্রীরা।
শেয়ার করুন