গাজা যুদ্ধ: ইইউ-এর ভূমিকা প্রকাশ্যে, দায়িত্ববিমুখতার নতুন অজুহাত উঠে আসছে
এবছর ভারতের সেরা অভিনেতা অমিতাভ, অভিনেত্রী কঙ্গনা
ভারতের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন এ বছর সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। তার সঙ্গে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কঙ্গনা রানাউত।
সোমবার ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘পিকু’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন বিগ-বি।
অন্যদিকে ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কঙ্গনা রানাউত।
ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এ বছর সেরা ছবির পুরস্কার জিতেছে পরিচালক এস এস রাজমৌলির ছবি ‘বাহুবলী’।
তবে ‘বাহুবলী’ সেরা ছবির পুরস্কার জিতলেও সেরা পরিচালকের পুরস্কার নিজের করে নিতে পারেননি রাজমৌলি। এ বছর এ পুরস্কার ঘরে তুলেছেন ‘বাজিরাও মাস্তানি’ ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালি।
শেয়ার করুন