গাজা যুদ্ধ: ইইউ-এর ভূমিকা প্রকাশ্যে, দায়িত্ববিমুখতার নতুন অজুহাত উঠে আসছে
জয়াকে টপকে গেলেন মাহি
পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল ৮ এপ্রিল সারাদেশে মুক্তি পাচ্ছে বিগ বাজেটের দুই ছবি। একটি জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ এবং অন্যটি সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’।
‘অনেক দামে কেনা’ ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, বাপ্পী, ডিপজল প্রমুখ এবং ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, ইমন, মৌসুমি হামিদ, ওমর সানি প্রমুখ।
‘অনেক দামে কেনা’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, আগামীকাল সারাদেশের মাহির ‘অনেক দামে কেনা’ ছবিটি ৯০টি হলে মুক্তি পাবে। অন্যদিকে, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল মুভিজ জানিয়েছে, জয়ার ছবিটি মুক্তি পাবে ৫০টি হলে। তবে এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বলছে হয়তো আজ রাতের মধ্যে হল সংখ্যা আরো কিছু বাড়তে পারে।
ছবি মুক্তির আগেই মাহি ও জয়ার মধ্যে স্নায়বিক যে লড়াইয়ের আঁচ করছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা সেই লড়াইয়ে আপাতত এগিয়ে থাকলেন মাহি। প্রায় ৪০টি হল বেশি ভাগে পেয়েছেন তিনি। তবে ব্যবসায়িক সাফল্যের দৌঁড়েও জয়াকে মাহি পিছনে ফেলতে পারেন কি না সেটাই দেখার বিষয়।
শেয়ার করুন