সবচেয়ে কাঙ্ক্ষিত নারী প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ২০১৫ সালের ‘মোস্ট ডিজায়ারবল ওম্যান’ হিসেবে নির্বাচিত হয়েছেন। এক জরিপে ২১ দশমিক ৩৫ লাখ ভোট পেয়ে সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর শীর্ষ অবস্থানে আছেন তিনি।
অনলাইনে ভোটের মাধ্যেমে ৫০ জন কাঙ্ক্ষিত নারীর তালিকা তৈরি করেছে টাইমস।
সবচেয়ে কাঙ্ক্ষিত নারী নির্বাচিত হওয়ার কারণ জানতে চাইলে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “আমি নিজেও জানি না আমি কাঙ্ক্ষিত। আমি অভিভূত এবং এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। আমি এমন একজন মেয়ে যে শুধু কাজ করে যাই।”
তালিকায় প্রিয়াঙ্কার পরেই আছেন দীপিকা পাড়ুকোণ। তারপরেই আছেন সানি লিওন। শীর্ষ দশে থাকা বাকি নারীরা হলেন- জ্যাকুলিন ফার্নান্দেজ, ভার্তিকা সিং, শ্রিয়া সরণ, শ্রদ্ধা কাপুর, ক্যাটরিনা কাইফ, অ্যামি জ্যাকশন ও কঙ্গনা রনৌত।
News Desk
শেয়ার করুন