কান চলচ্চিত্র উৎসব শুরু
‘কান উৎসব’ মানে বিশ্ব সুন্দরীদের মেলা। বিশ্ব চলচ্চিত্রের দ্বিতীয় সর্ববৃহৎ এ উৎসব বুধবার থেকে ফ্রান্সে শুরু হয়েছে। কান চলচ্চিত্র উৎসব চলবে ২২ মে পর্যন্ত।
এদিকে কান উৎসবকে ঘিরে ফ্রান্স জুড়ে এখন সাজ সাজ রব। বিশ্বের নামীদামি ডিজাইনারের পোশাকে রেডকার্পেটে হেঁটে তাক লাগিয়ে দেন লাস্যময়ী অভিনেত্রীরা।
পিছিয়ে নেই বলিউড সুন্দরীরাও। বি-টাউন সুন্দরীদের রূপ, লাবণ্য আর জৌলুসের ছটায় মুগ্ধ হয়েছে তামাম বিশ্ববাসী।
দেখে নিন-এর আগে কান উৎসবে গিয়ে বলিউডের যে সব সুন্দরীরা মাতিয়েছেন বিনোদন প্রেমিদের।
ফ্যাশনের দিক থেকে হলিউড ডিভাদের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই সোনম কপূর। গত পাঁচ বছর ধরে কান'র রেডকার্পেটে তা ভালোভাবে বুঝিয়েছেন তিনি।
কান-এর লাল গালিচায় প্রতিবারই বেশ খোলামোলা পোশাকে ফোটাগ্রাফারদের ক্যামেরায় ধরা দেন মল্লিকা শেরাওয়াত।
২০১০ সালে ক্রিম রঙয়ের শাড়িতে কান-এর রেড কার্পেটে সবার নজর কেড়েছিলেন বলিউড ডিভা দীপিকা। পিছিয়ে নেই প্রীতি জিন্টাও। তার স্টাইলে মুগ্ধ হয়েছিল তামাম চলচ্চিত্র প্রেমিরা।
এ ছাড়াও কান উৎসবে অংশ নিয়েছেন, ২০১৩ সালে স্পিলবার্গের মতো বিখ্যাত পরিচালকের সঙ্গে জুড়ি প্যানেলে ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা বালন।
২০১৫ সালে কান চলচ্চিত্র উৎসবের আঙিনায় রূপের জাদু দেখিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। ২০০৫-এ কান চলচ্চিত্র উৎসবের জুড়ি সদস্য হয়েছিলেন নন্দিতা দাশ। বিখ্যাত ফরাসি চলচ্চিত্র উৎসবে রূপের আগুন ঝরিয়েছিলেন বিপাশা বসু।
News Desk
শেয়ার করুন