আপডেট :

        র‍্যাব বিলুপ্তি, জাতিসংঘের সুপারিশ

        অতি প্রয়োজনীয় পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়িয়েছে

        পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন ঘিরে হামলার অভিযোগে বিএনপিপন্থী ১১ আইনজীবী

        কফিনমিছিল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি

        মালিবুতে হাইকিংয়ে গিয়ে এক নারী নিখোঁজ

        আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার

        সৌদিতে হজ পালনে মানতে হবে যে সব শর্ত

        জাতিসংঘের প্রতিবেদনকে ধন্যবাদ জানিয়েছে সরকার

        LAUSD-এর বিরুদ্ধে প্রায় ৮০ মিলিয়ন ডলারের শিল্প ও সঙ্গীত শিক্ষা তহবিলের অপব্যবহারের অভিযোগে মামলা

        ১০ হাজার পাউন্ড বাজি ধরে হার, আগুয়েরো এখন কোথায়

        লস এঞ্জেলেস কাউন্টিতে জরুরি অবস্থায় মূল্য বৃদ্ধি রোধে কঠোর পদক্ষেপ: সর্বোচ্চ $৫০,০০০ জরিমানা

        মেক্সিকো উপসাগরের নাম হলো ‘আমেরিকা উপসাগর’

        তরমুজের বাম্পার ফলন জৈন্তাপুরে

        বগুড়ায় পোড়াদহ মেলা, বিশাল মাছ ও বাহারি মিষ্টিতে জমজমাট উৎসব

        সম্মাননা পেলেন ঢাকা বিভাগের ৫ অদম্য নারী

        ‘আয়নাঘরের’ ভেতরে খুবই বীভৎস দৃশ্য

        বাংলাদেশের চেয়ে ভালো করবে আফগানিস্তান

        ডাক্তারদের উপঢৌকন বন্ধ হলে ৩০ শতাংশ কমবে ওষুধের দাম

        বিএনপির ৯ দিনের কর্মসূচি শুরু আজ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় হাজারো কর্মী নিয়োগ দিচ্ছে অ্যামাজন

নতুনভাবে পর্দায় ফিরছে সিআইডি

নতুনভাবে পর্দায় ফিরছে সিআইডি

ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিআইডি। যা বাংলাদেশী টেলিভিশন দর্শকদের কাছেও সমান জনপ্রিয়। টানা দুই দশক ধরে গোয়েন্দাভিত্তিক এই সিরিজের গল্পে বুঁদ হয়ে ছিল দর্শক। এসিপি প্রদ্যুমান, ইন্সপেক্টর অভিজিৎ, ইন্সপেক্টর দয়া, ফেডরিক্স, ডা. শোলাঙ্কিরা একের পর এক খুনের রহস্য উন্মোচন করে দর্শকের মন জয় করেছে। ২০১৮ সালে শেষ হয়ে গেলেও এখনো সিআইডি পুরোনো পর্বগুলো ইউটিউবে উপভোগ করেন দর্শক। ছয় বছর পর নতুনভাবে পর্দায় ফিরছে সিআইডি।


গত সিজনের মতো এবারও মূল তিনটি চরিত্রে দেখা যাবে শিবাজি সাতাম (এসিপি প্রদ্যুমান), আদিত্য শ্রীবাস্তব (সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ) ও দয়ানন্দ শেঠি (সিনিয়র ইন্সপেক্টর দয়া)। তবে নেই ফেডরিক্স চরিত্রে জনপ্রিয়তা পাওয়া দীনেশ ফাডনিশ। গত বছরের ৫ ডিসেম্বর মারা গেছেন এই অভিনেতা। পুরোনোদের সঙ্গে নতুন কয়েকটি চরিত্র যোগ হবে নতুন সিজনে।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে একটি প্রোমো শেয়ার করে নতুন সিআইডির ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যে কালো ওভারকোট ও ছাতা মাথায় পুলিশের গাড়ি থেকে নামছেন এসিপি প্রদ্যুমান চরিত্রের অভিনেতা শিবাজী সত্যমকে। একঝলক দেখা গেল অভিজিৎ চরিত্রের আদিত্য শ্রীবাস্তবকেও। ক্যামেরায় জুম করে দেখানো হয় তার চোখ।


ব্যাকগ্রাউন্ডে বাজছে সিআইডি সিরিজের আইকনিক হুইসেল। মনে হচ্ছে, কোনো বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্যই ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি টিম। প্রোমোর শেষে শোনা যায় গুলির শব্দ। আর তাতেই বোঝা যায়, ভরপুর অ্যাকশন নিয়ে ফিরছে সিআইডি।

সনি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, শনিবার (২৬ অক্টোবর) প্রচারে আসবে সিরিজটির আরেকটি প্রোমো। সিআইডির প্রোমো দেখে নস্টালজিক হয়ে পড়েছেন নেটিজেনরা। অনেকেই সিআইডি নিয়ে স্মৃতিচারণা করছেন। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রতিক্রিয়া পড়লে বোঝা যায় দর্শক এই সিরিজটি কতটা মিস করেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, দর্শকদের চাহিদার কথা ভেবেই নতুন সিজনের পরিকল্পনা করেছেন নির্মাতারা। নভেম্বরে মুম্বাইয়ে শুরু হবে সিআইডির নতুন সিজনের শুটিং। সব ঠিক থাকলে এ বছর বড়দিন থেকে শুরু হবে প্রচার।

১৯৯৮ সালের ২১ জানুয়ারি শুরু হয়েছিল সিআইডির সম্প্রচার। টানা দুই শতকের বেশি সময়ে প্রচার হয়েছে মোট ১ হাজার ৫৪৭টি পর্ব। সর্বশেষ পর্বটি প্রচারিত হয়েছিল ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। সে সময় জানানো হয়েছিল, কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছে সিরিজটি। কিন্তু এরপর সিআইডি নিয়ে আর কোনো পরিকল্পনার কথা জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ কিংবা প্রযোজক। শোনা যায় প্রযোজক এবং চ্যানেলের মধ্যে বিবাদের কারণে সিআইডির সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত