উডল্যান্ড হিলসে রহস্যজনক মৃত্যুর ঘটনা, তদন্ত শুরু করেছে পুলিশ
‘সিকান্দার’ খুব একটা ভালো সুবিধা করতে পারেনি
একদিনে লাগাতার হত্যার হুমকি, আরেকদিনে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’ খুব একটা ভালো সুবিধা করতে পারেনি। সব মিলেয়ে সময়টা ভালো যাচ্ছে না বলিউড সুপারস্টার সালমান খানের।
শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমা ১৬ দিনে আয় করেছিল ৮৯০ কোটি রুপি। সেখানে সালমানের ‘সিকান্দার’ সিনেমা বক্স অফিসে ১৬ দিনে মোট ১০৯.৩৯ কোটি টাকা আয় করেছে। এমন রিপোর্ট প্রকাশ্যে পর অঙ্গনের অনেকেই বলে ফেলেছেন, সালমানের ক্যারিয়ার হয়তো শেষ।
এরইমাঝেই অবশ্য ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সিক্যুয়েল তৈরির তোরজোড় শুরু করেছেন সাল্লু ভাই। সালমান কি আবার পুরনো দাপটে ফিরতে পারবেন বলি ইন্ডাস্ট্রিতে- এই প্রশ্নের উত্তর এখনই মিলছে না। তবে সালমান কিন্তু নিজেকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে প্রস্তুতি শুরু করেছেন পুরোদমে।
অনেকদিন ধরেই সালমান নিজের শারীরিক গড়নের জন্য সামালোচিত হচ্ছিলেন। তিনি হয়তো ভেবেইছিলেন এভাবেই তিনি আবারও দশর্কদের মন জয় করতে পারবেন। কিন্তু না, সেটা হয়নি একেবারেই।
তাই নিজেকে পরবর্তী সিনেমার জন্য প্রস্তুত করতেই হয়তো জিমে সময় দিচ্ছেন সাল্লু ভাই। ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে জিম করার সময়ের দু’টি ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। সেখানে লিখেন, ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।’
কিন্তু কাকে ধন্যবাদ দিলেন সালমান? নিজেকে নাকি তার ভক্তদের? নাকি স্পেশাল কাওকে? সেই উত্তর অবশ্য তিনিই জানেন। কিন্তু তার ফিট হওয়ার প্রস্তুতি দেখেই বোঝা যাচ্ছে, কতোটা খাটছেন তিনি। সেইসাথে ফিরে আসতে যে বদ্ধ পরিকর, সেটাও স্পষ্ট।
পোস্টে মন্তব্য করেছেন তার হাজার হাজার শুভাকাঙ্খী, ভক্ত-অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘আবারও নতুনভাবে ফিরে আসুন বস। কেউ লিখেছেন, আপনার শত্রুদের দেখিয়ে দিন।’ কেউ আবার লিখেছেন, ‘আপনাকে আবারও আগের মতো দেখতে চাই।’
সালমান খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’-এ তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণি রাশমিকা মান্দানা।
এইদিকে সম্প্রতি বোমা মেরে সালমানের বাড়ি-গাড়িও উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির মেসেজটি পাঠানো হয়েছে। এ ঘটনায় ওরলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে এই মেসেজটি পাঠিয়েছে, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।
হুমকির বার্তায় লেখা, অভিনেতার গাড়িতে বোমা রাখা আছে। পাশাপাশি তার বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও হামলা চালাবে দুষ্কৃতকারীরা। সালমান খানকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গুজরাটের ভদোদরা জেলা থেকে সোমবার ২৬ বছর বয়সী মায়াঙ্ক পান্ডেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ জানিয়েছে যে, তিনি মানসিকভাবে অসুস্থ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন