ঢাকায় আবারও শুরু হচ্ছে ‘ঢাকা রক ফেস্ট’
‘ঢাকা রক ফেষ্ট’ মানেই তারুণ্যের উম্মাদনা। ঢাকায় আবারও ফিরছে দেশীয় ব্যান্ডসংগীতপ্রেমীদের অন্যতম বড় এই আয়োজন। ২০২২ সালের পর এই উৎসবের আর কোনো আসর না হলেও এবার নতুন করে শুরু হচ্ছে এই রকের এই আসর।
বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক স্কাই ট্র্যাকার প্রতিষ্ঠানটির নির্বাহী দোজা এলান। তিনি বলেন, ঢাকা রক ফেষ্ট নিয়ে শ্রোতাদের বরারবরই তুমুল আগ্রহ। ইতোমধ্যে পরবর্তী আসরের জন্য প্রস্তুতি শুরু করেছি। শিগগিরই এই বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে। বরাবরের মতোই এই আসরে দেশীয় ব্যান্ডদলগুলোই অংশ নেবে। আশা করছি, এবারও সফল আয়োজন শ্রোতাদের উপহার দিতো পারব। ’
এর আগে সর্বশেষ ঢাকা রক ফেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ২৭ ও ২৮ ডিসেম্বর, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা-এর এক্সপো জোনে। দুই দিনের সেই আয়োজনে অংশ নেয় বাংলাদেশের ৩২টি ব্যান্ড। মঞ্চ মাতায় ওয়ারফেইজ, অর্থহীন, মেঘদল, আর্টসেল, নেমেসিস,ক্রিপটিক ফেইট ও অ্যাভয়েড রাফার মতো শ্রোতাপ্রিয় ব্যান্ডদল।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন