দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
হলিউডের এল ক্যাপিটান থিয়েটারে জমজমাটভাবে শুরু হয়েছে লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ' এর প্রদর্শনী
ছবিঃ এলএবাংলাটাইমস
ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র লিলো অ্যান্ড স্টিচ-এর লাইভ-অ্যাকশন রূপটি জমকালো আয়োজনে প্রদর্শিত হচ্ছে হলিউডের ঐতিহাসিক এল ক্যাপিটান থিয়েটারে। শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সারাদিনব্যাপী চলছে বিশেষ প্রদর্শনী।
বৃহস্পতিবার প্রিভিউ শো দিয়ে শুরু হওয়া এই চলচ্চিত্রটি ইতোমধ্যেই ১ কোটি ৪০ লক্ষ ডলার আয় করেছে, যা ডিজনির জন্য একটি সম্ভাব্য নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
চলচ্চিত্রের সারাংশে বলা হয়েছে, “লিলো অ্যান্ড স্টিচ” একটি হাস্যরসপূর্ণ ও হৃদয়স্পর্শী গল্প—একজন একাকী হাওয়াইয়ান ছোট মেয়ে এবং একটি পলাতক এলিয়েনকে ঘিরে, যে মেয়েটির ভাঙা পরিবারকে আবার একত্রিত করতে সহায়তা করে। ২০০২ সালের অ্যানিমেটেড ক্লাসিকটির এই লাইভ-অ্যাকশন রূপটি পরিচালনা করেছেন অস্কার-মনোনীত পরিচালক ডিন ফ্লেইশার ক্যাম্প, যিনি মারসেল দ্য শেল উইথ শুজ অন নামক অ্যানিমেটেড চলচ্চিত্রটির জন্য সুপরিচিত।
চলচ্চিত্রটিতে লিলোর চরিত্রে অভিনয় করেছেন মাইয়া কেওলোহা। আরও অভিনয় করেছেন সিডনি এলিজাবেথ আগুডং, বিলি ম্যাগনাসেন, টিয়া ক্যাররে, হান্নাহ ওয়াডিংহ্যাম, ক্রিস স্যান্ডার্স, কোর্টনি বি. ভ্যান্স এবং জ্যাক গ্যালিফিয়ানাকিস। ‘লিলো অ্যান্ড স্টিচ’ এখন প্রেক্ষাগৃহে চলমান।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন