ডজার স্টেডিয়ামে ‘The Sandlot’ মুভি নাইট: মাঠে বসে উপভোগ করুন ক্লাসিক বেসবল সিনেমা
ছবিঃ এলএবাংলাটাইমস
‘The Sandlot’ সিনেমার ভক্তদের জন্য দারুণ এক সুযোগ আসছে! এবার তারা জনপ্রিয় এই ১৯৯৩ সালের ক্লাসিক বেসবল সিনেমাটি বড় পর্দায় উপভোগ করতে পারবেন ডজার স্টেডিয়ামে বসে।
ডজারস দলের আয়োজনে ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বার্ষিক মুভি নাইট অন দ্য ফিল্ড। এই অনুষ্ঠানে স্টেডিয়ামের আউটফিল্ড ঘাসে বসেই দর্শকরা দেখতে পারবেন ‘The Sandlot’ সিনেমাটি, যা প্রদর্শিত হবে স্টেডিয়ামের বড় ভিডিওবোর্ডে।
মুভি শুরু হওয়ার আগে থাকবে আরও নানা ধরনের আকর্ষণীয় আয়োজন—বিশেষ ফটো তোলার সুযোগ, বুলপেনে পিচিং করার অভিজ্ঞতা, প্রেসবক্সের পেছনের দৃশ্য দেখা, বিশেষ খাবারের স্টল এবং আরও অনেক কিছু।
অনুষ্ঠানে প্রবেশের জন্য স্টেডিয়ামের দরজা খোলা হবে সন্ধ্যা ৫টা থেকে, আর সিনেমা শুরু হবে ঠিক রাত ৭টায়।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন