নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
‘কিং অব দ্য হিল’ অভিনেতা জোনাথন জস টেক্সাসে গুলিবিদ্ধ হয়ে নিহত
ছবিঃ এলএবাংলাটাইমস
জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘কিং অব দ্য হিল’-এ জন রেডকর্ন চরিত্রে কণ্ঠ দেওয়া অভিনেতা জোনাথন জস (৫৯) ১ জুন ২০২৫ তারিখে টেক্সাসের সান আন্তোনিওতে নিজ বাড়ির বাইরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
সান আন্তোনিও পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে ডোরসি ড্রাইভে গুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে জসকে রাস্তায় পড়ে থাকতে দেখে। পুলিশ ও জরুরি সেবাকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই ৫৬ বছর বয়সী প্রতিবেশী সিগফ্রেডো আলভারেজ সেজাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
জসের স্বামী, ট্রিস্টান কের্ন ডি গঞ্জালেস, জানান যে তারা তাদের পুড়ে যাওয়া বাড়ির মেইল চেক করতে গিয়েছিলেন, যেখানে তারা তাদের আগুনে মারা যাওয়া কুকুরের খুলি ও হারনেস দেখতে পান। এতে তারা আবেগপ্রবণ হয়ে পড়েন। এই সময় সেজা তাদের কাছে এসে সমকামী বিরোধী গালিগালাজ করতে থাকেন এবং গুলি চালান। জস তার স্বামীকে বাঁচাতে সামনে এগিয়ে গিয়ে নিজে গুলিবিদ্ধ হন।
জস ও গঞ্জালেসের দাবি, তারা দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের কাছ থেকে সমকামী বিরোধী হয়রানি ও হুমকির শিকার হচ্ছিলেন। তাদের বাড়িতে আগুন লাগানোর হুমকিও দেওয়া হয়েছিল, যা জানুয়ারিতে বাস্তবে ঘটে। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের পেছনে সমকামী বিরোধী উদ্দেশ্য পাওয়া যায়নি, তবে নতুন তথ্য পাওয়া গেলে মামলার ধারা পরিবর্তন করা হতে পারে।
জস সান আন্তোনিওতে জন্মগ্রহণ করেন এবং কমাঞ্চি ও হোয়াইট মাউন্টেন অ্যাপাচি বংশোদ্ভূত ছিলেন। তিনি ‘কিং অব দ্য হিল’ ছাড়াও ‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’, ‘টালসা কিং’, ‘রে ডোনোভান’, ‘ট্রু গ্রিট’ ও ‘দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন’সহ বিভিন্ন টিভি শো ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি সম্প্রতি ‘কিং অব দ্য হিল’ রিবুটের জন্য কণ্ঠদান করেছিলেন, যা আগস্টে হুলুতে প্রচারিত হওয়ার কথা রয়েছে।
জসের মৃত্যু তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে। তার স্বামী গঞ্জালেস জানিয়েছেন, “জোনাথন আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা অনেকের জীবনে কখনো আসে না। আমরা নতুন দম্পতি ছিলাম, ভালোবাসা দিবসে বিয়ে করেছিলাম, এবং ভবিষ্যতের পরিকল্পনা করছিলাম।”
এই মর্মান্তিক ঘটনা যুক্তরাষ্ট্রে সমকামী বিরোধী সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা আবারও স্মরণ করিয়ে দেয়।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন