পলাতক পুলিশ কর্মকর্তাদের শাস্তি: সরকার প্রত্যাহার করল সম্মাননা
‘WKRP in Cincinnati’-খ্যাত ১৯৮০ দশকের জনপ্রিয় অভিনেত্রী লোনি অ্যান্ডারসনের মৃত্যু, বয়স হয়েছিল ৭৯ বছর
ছবিঃ এলএবাংলাটাইমস
১৯৮০ দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘WKRP in Cincinnati’-এর স্মার্ট ও সাহসী রিসেপশনিস্ট চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া লোনি অ্যান্ডারসন আর নেই। রবিবার (৪ আগস্ট), নিজের ৮০তম জন্মদিনের কেবল কয়েকদিন আগে, লস এঞ্জেলেসের একটি হাসপাতালে দীর্ঘদিনের অসুস্থতার পর তিনি মারা যান। খবরটি নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের মুখপাত্র শেরিল জে. কাগান।
এক বিবৃতিতে তাঁর পরিবার জানায়, “আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় স্ত্রী, মা ও দাদীর মৃত্যু হয়েছে।”
‘WKRP in Cincinnati’ সিরিজটি ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। সিরিজটি একটি ব্যর্থ রেডিও স্টেশনকে ঘিরে নির্মিত, যারা নিজেদের রক মিউজিক চ্যানেল হিসেবে পুনরায় গড়ে তুলতে চায়। সেখানে লোনি অভিনয় করেন ‘জেনিফার মারলো’ চরিত্রে—একজন আকর্ষণীয়, উচ্চবুদ্ধিসম্পন্ন এবং দক্ষ রিসেপশনিস্ট, যিনি নানা জটিলতা সামলে স্টেশনকে কার্যকরভাবে পরিচালনা করতেন। তাঁর চরিত্রটি দুইবার এমি অ্যাওয়ার্ড ও তিনবার গোল্ডেন গ্লোব মনোনয়ন পায়।
লোনি অ্যান্ডারসন চলচ্চিত্রেও কাজ করেছেন। তিনি ১৯৮৩ সালের কমেডি ‘Stroker Ace’-তে অভিনেতা বার্ট রেনল্ডসের সঙ্গে অভিনয় করেন। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বহু বছর ট্যাবলয়েড ম্যাগাজিনের আলোচনার কেন্দ্রে ছিলেন। ১৯৯৪ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। তাঁদের সন্তান, কুইন্টন রেনল্ডস, সম্পর্কে তিনি ২০২১ সালে বলেছিলেন, “এই সম্পর্কের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল আমাদের সন্তান।”
তাঁর ১৯৯৫ সালের আত্মজীবনীমূলক বই ‘My Life in High Heels’-এ তিনি তাঁর জীবনসংগ্রাম, সম্পর্ক, ও আত্মবিকাশের গল্প তুলে ধরেন। বই প্রসঙ্গে তিনি বলেন, “যখন নিজের সম্পর্কে লিখবেন, তখন পুরো সত্যটাই বলতে হবে—ভালো-মন্দ সবটাই।”
লোনি অ্যান্ডারসন মোট চারবার বিয়ে করেন, সর্বশেষ বিয়ে করেন ২০০৮ সালে গায়ক বব ফ্লিককে।
১৯৪৫ সালের ৫ আগস্ট মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট পল-এ জন্মগ্রহণ করেন অ্যান্ডারসন। তাঁর বাবা ছিলেন একজন পরিবেশ রসায়নবিদ এবং মা ছিলেন একজন মডেল।
অভিনয়ে তাঁর যাত্রা শুরু হয় ১৯৬৬ সালে ‘Nevada Smith’ চলচ্চিত্রে ছোট একটি চরিত্রের মাধ্যমে। এরপর ১৯৭০-এর দশকে S.W.A.T. এবং Police Woman-এর মতো টিভি সিরিজে অতিথি চরিত্রে অভিনয় করেন। ‘WKRP’ সিরিজের পর তিনি ‘Easy Street’ সহ আরও কিছু টিভি মুভি ও ধারাবাহিকে অভিনয় করেন।
অসুস্থতা সত্ত্বেও তিনি কাজ চালিয়ে যান এবং ২০২৩ সালে লাইফটাইম টিভির ‘Ladies Of The 80s: A Divas Christmas’ টেলিছবিতে লিন্ডা গ্রে, ডোনা মিলস, মরগান ফেয়ারচাইল্ড ও নিকোলেট শেরিডানের সঙ্গে অভিনয় করেন। এই ছায়াছবিটি ২ ডিসেম্বর সম্প্রচারিত হয়।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্বামী বব ফ্লিক, মেয়ে ডেইড্রা ও জামাতা চার্লি হফম্যান, ছেলে কুইন্টন অ্যান্ডারসন রেনল্ডস, নাতনি ম্যাকেনজি ও মেগান হফম্যান, সৎপুত্র অ্যাডাম ফ্লিক ও তাঁর স্ত্রী হেলেন, এবং সৎনাতি ফেলিক্স ও ম্যাক্সিমিলিয়ানকে।
শেরিল কাগান জানান, অভিনেত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া হবে Hollywood Forever Cemetery-তে, পরিবারের সদস্যদের অংশগ্রহণে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন