দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি
স্বেচ্ছায় সাপের পেটে গেলেন তিনি
anaconda
প্রায় এক দশক ধরে পরিবেশ নিয়ে কাজ করছেন রসোলি। তিনি বলেন, পৃথিবীর সবাই জানেন, ক্রান্তীয় অঞ্চলের বন হারিয়ে যাচ্ছে। বনের গুরুত্বের কথা অনেকেই বলতে পারেন। কিন্তু এখনো যথেষ্ট মানুষ ব্যাপারটিতে গুরুত্ব দিচ্ছেন না। যথেষ্ট মানুষ এই সমস্যা অনুধাবন করছেন না।
দুঃসাহসিক এই অভিযানে অংশ নিতে পেরে রসোলি গর্বিত। ঘটনার বিবরণ থেকে জানা যায়, অ্যানাকোন্ডার পেটে যাওয়ার জন্য শ্বাসরোধ ঠেকাতে রসোলির জন্য বিশেষ পোশাক তৈরি করেন বিশেষজ্ঞরা। ওই পোশাকে শ্বাস-প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা ছিল। আরও ছিল ক্যামেরা ও যোগাযোগব্যবস্থা।
অ্যানাকোন্ডার পেটে আধঘণ্টার মতো অবস্থান করেন রসোলি। পুরো সময় রসোলি তাঁর দলের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। তবে তিনি কীভাবে সাপের পেট থেকে বেরিয়ে এসেছেন, এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। তিনি দাবি করেন, সাপটির কোনো ক্ষতি না করেই বের হয়েছেন তিনি।
তথ্যচিত্র থেকে পাওয়া অর্থ সচেতনতা ও পরিবেশ সংরক্ষণে ব্যয় করা হবে বলে জানিয়েছেন রসোলি। তবে তাঁর এমন কাজের কড়া সমালোচনা করেছেন প্রাণী অধিকার নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো।
শেয়ার করুন