দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি
শাহরুখকে টপকালেন সালমান
ভারতীয় তারকাদের নিয়ে ২০০৮ সাল থেকে 'সেলিব্রিটি হান্ড্রেড' তালিকা প্রকাশ করছে বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন। প্রথম দুই বছরে সব অঙ্গণের সব তারকাকে পেছনে ফেলে এই তালিকার শীর্ষস্থান অর্জন করেন শাহরুখ খান। কিন্তু তৃতীয় বছরে তাকে টপকে এক নম্বরে জায়গা করে নিলেন সালমান খান।
২০১৩ সালের ১ অক্টোবর থেকে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সময়কালে তারকাদের আয় ও খ্যাতি বিবেচনায় এই তালিকা তৈরি করা হয়েছে। পারিশ্রমিক ও খ্যাতি- এই দুই ক্যাটাগরিতে একেকজন তারকার অবস্থান বিচার করে মূল তালিকায় স্থান নির্ধারণ হয়। এবারও বলিউডের অভিনয়শিল্পী ছাড়াও তালিকায় আছেন গায়ক, পরিচালক, খেলোয়াড়, সাহিত্যিকরা। সবাইকে সব হিসেবে ছাড়িয়ে গেছেন সল্লুবাবা। এ বছরে মুক্তি পেয়েছে তার দুটি ছবি- 'জয় হো' ও 'কিক'। টেলিভিশন রিয়েলিটি শো 'বিগ বস' সঞ্চালনা করেও বছরজুড়ে ছিলেন আলোচনায়। ২০১৪ সালে সালমান আয় করেছেন ২৪৪ কোটি ৫০ লাখ রুপি। এই সময়কালে কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় আয়ের হিসেবে পিছিয়ে পড়েছেন শাহরুখ খান। ২০২ কোটি ৪০ লাখ রুপি আয় নিয়ে পারিশ্রমিকের হিসেবে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। তবে খ্যাতি ক্যাটাগরিতে সাত নম্বরে নেমে যাওয়ায় মূল তালিকার তিনে নেমে গেছেন তিনি।আবার পারিশ্রমিক ক্যাটাগরির তিন নম্বরে থেকেও মূল তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছেন অমিতাভ বচ্চন। কারণ জনপ্রিয়তার হিসেবে চার নম্বরে ছিলেন তিনি। তার আয় ১৯৬ কোটি ৭৫ লাখ রুপি। জনপ্রিয়তার তালিকায় বিরাট কোহলির অবস্থান দুই। ভারতের জাতীয় দলের এই তারকা চলতি বছরে ৫৮ কোটি ৪৩ লাখ রুপি আয় করে পারিশ্রমিক তালিকায় আছেন ১২ নম্বরে। সমন্বিত তালিকায় ছয়ে জায়গা হয়েছে তার।চার ও পাঁচ নম্বর অবস্থানে আছেন যথাক্রমে ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি (১৪১ কোটি ৮০ লাখ রুপি) ও বলিউড তারকা অক্ষয় কুমার (১৭২ কোটি রুপি)।পারিশ্রমিক ও জনপ্রিয়তা- দুই ক্যাটাগরিতেই অস্টম স্থানে থাকা আমির খান মূল তালিকার সপ্তম ব্যক্তি। তিনি আয় করেছেন ৮০ কোটি ৪৭ লাখ রুপি। শীর্ষ দশে স্থান পাওয়া একমাত্র নারী- দীপিকা পাড়ুকোন। আয় করেছেন ৬৭ কোটি ২০ লাখ রুপি। জনপ্রিয়তায় তিনি পঞ্চম। পারিশ্রমিক ক্যাটাগরিতে নবম। মূল তালিকায় দীপকার স্থান আট নম্বরে। নবম স্থানে আছেন হৃত্বিক রোশন (৮৫ কোটি)। ১০ নম্বরে শচীন টেন্ডুলকার (৫৯ কোটি ৫৪ লাখ রুপি)।
শেয়ার করুন