৬৫তম মিস ইউনিভার্স হলেন ফ্রান্সের ইরিস
বিশ্বের ৮৫টি দেশের সুন্দরীদের পেছনে ফেলে ৬৫তম মিস ইউনিভার্সের মুকুট মুকুট জয় করলেন ফ্রান্সের ইরিস মিটেনায়ের।
আজ ফিলিপাইনের রাজধানীতে তিন ঘণ্টার জমকালো আয়োজনে নতুন মিস ইউনিভার্স হিসেবে ইরিসের নাম ঘোষণা করা হয়।
এ নিয়ে তিনবারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো দেশটিতে।
মুকুটজয়ী ইরিস উচ্ছ্বাসের সঙ্গে সংবাদমাধ্যমে বলেন, মিস ইউনিভার্সের মুকুট জিতে খুব চমকে গিয়েছি। আমি সত্যিই ধন্য। প্রত্যেক মেয়েই মিস ইউনিভার্স হতে চায়। এই মঞ্চটা অসাধারণ, সবকিছুই বিস্ময়কর। তিনি আরো বলেন, আমি মানুষকে সাহায্য করতে চাই। মানুষকে বুঝতে চাই। মানুষের কাছাকাছি যেতে চাই। এজন্যই মিস ইউনিভার্স হওয়া ছিলো আমার স্বপ্ন। এবারের আয়োজনে প্রথম রানারআপ হয়েছেন হাইতির র্যাকুয়েল পেলিসিয়ার। দ্বিতীয় রানারআপ হন কলম্বিয়ার আন্ড্রিয়া টোভার।
গত সপ্তাহে প্রতিযোগিতা শুরুর পর কয়েক ধাপ পেরিয়ে ফাইনালের জন্য সাঁতার পোশাক রাউন্ডে নির্বাচিত হন ১৩ জন। তাদের মধ্য থেকে ইভেনিং গাউন পর্বে উত্তীর্ণ হন ৯ সুন্দরী। চূড়ান্ত লড়াইয়ের জন্য নির্বাচন করা ৬ সুন্দরীকে। বাকি তিনজন হলেন ফিলিপাইনের ম্যাক্সিন মেডিনা, থাইল্যান্ডের শ্যালিটা সুয়ানসেন ও কেনিয়ার ম্যারি এস্টার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন স্টিভ হার্ভি।
এলএবাংলাটাইমস/ই/এলআরটি
News Desk
শেয়ার করুন