দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি
সোশ্যাল মিডিয়ায় বছর জুড়ে তারকারা
সারা বছর তাঁরা নানা কাজে ব্যস্ত। তবে ‘সোশ্যাল’ হতে বাধা নেই৷ মাধ্যম অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলি।শুধু ফ্যানদের সাথে যোগাযোগ রাখতেই নয়, এই প্ল্যাটফর্মকে প্রোমোশনের কাজে চুটিয়ে ব্যবহার করেছেন সেলেবরা। সোশ্যাল মিডিয়ায় বছরভর কীরকম জনপ্রিয় ছিলেন বলি সেলেবরা? বছরশেষে থাকল সেই সোশ্যাল সালতামামি৷
আমির খান : টুইটারকে গতবছর দারুণভাবে ব্যবহার করেছিলেন আমির খান৷ ‘পিকে’ ছবির অনলাইন মোশন পোস্টার থেকে টিজার-ট্রেলর রিলিজে অনলাইন মার্কেটিংকে চূড়ান্তভাবে ব্যবহার করেছিলেন আমির৷ মুক্তির সাথে সাথে ‘পিকে’র সাফল্যের নেপথ্যে আছে এই অনলাইন প্রোমোশন৷
হৃত্বিক রোশন : নিজের ছবি ‘ব্যাং ব্যাং’-এর প্রোমোশনেও সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছিলেন হৃতিক রোশন৷ তাঁর ‘ব্যাং ব্যাং’ চ্যালেঞ্জ নিয়েছিলেন তাবড় অভিনেতারা৷ সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রায় ভাইরাল হয়েছিল৷
শাহরুখ খান : যে কোনো মিডিয়াকে যিনি হাতের তালুর মতো চেনেন তিনি শাহরুখ খান৷ প্রায় ১০ মাস আগে থেকে প্রোমোশনের কাজ শুরু করেছিলেন টিম রেড চিলি৷ তার মধ্যে মোট বাজেটের ৮-১০ শতাংশই বরাদ্দ ছিল ডিজিটাল প্রোমোশনের জন্য৷
প্রিয়াঙ্কা চোপড়া : প্রিয়াঙ্কা চোপড়ার ক্ষেত্রে আবার অনলাইন প্রোমোশন হিতে বিপরীত হয়েছে৷মেরি কমের বায়োপিক যথেষ্ট হই চই ফেলেছিল অনলাইনে৷ পরে অনলাইনেই দর্শক ব্যপক বিরূপ প্রতিক্রিয়া জানান৷ প্রিয়াঙ্কাকে মোটেও মেরি কমের মেতো দেখতে লাগেনি বলেই ছিল বেশিরভাগ দর্শকের অভিমত৷
তবে সবকিছু ছাপিয়ে গিয়েছিল ‘গুন্ডে’ নিয়ে নেটজেনদের বিক্ষোভ৷ বাংলাদেশের কয়েকজন ব্লগার ইতিহাস বিকৃতির অভিযোগে ক্যাম্পেনও শুরু করেছিলেন৷
মোটের উপর বলিউডে ২০১৪-তে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন আমিরই।
শেয়ার করুন