সানি লিওনের নতুন আইটেম গান
নতুন একটি ছবিতে আইটেম গানে নেচেছেন বলিউড তারকা সানি লিওন। ওমাং কুমার পরিচালিত ‘ভূমি’ ছবিতে একটা আইটেম ড্যান্সে থাকছে সানি লিওন।
গত ১২ আগস্ট শনিবার তার আইটেম গান ‘ট্রিপি ট্রিপি’র ফার্স্ট লুক প্রকাশ পায়। সানি তার টুইটারে ‘ভূমি’র আইটেম গানের ছবি শেয়ার করেন। প্রিয়া সারাইয়ার কথায় সচিন-জিগরের সুরে ‘ট্রিপি ট্রিপি’তে নেচেছেন সানি।
ছবিটিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। দীর্ঘ বিরতির পর আবার বলিউড পর্দায় ফিরছেন এই অভিনেতা। সব কিছু ঠিক থাকলে ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ভূমি’ সিনেমাটি।
এলএবাংলাটাইমস/ই/এলআরটি
News Desk
শেয়ার করুন